নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে সুপার শপের টিনের ছাউনি–গ্রিল কেটে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের বঙ্গবন্ধু সড়কের বাঙ্গালীপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে চোরেরা নগদ টাকা, বিভিন্ন জিনিসপত্র ও ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ১৭ লাখ টাকার মাল নিয়ে গেছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম বিষয়টি নিশ্চিত করছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
থানায় লিখিত অভিযোগে জানা যায়, শহরের বঙ্গবন্ধু সড়কের বাঙ্গালীপুর এলাকায় স্বপ্ন সুপার শপের আউট লেট। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতে সুপার শপ বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ বাসায় চলে যান।
আজ (শুক্রবার) সকাল ৮টায় প্রতিষ্ঠানের কর্মীরা এসে শাটার খুলে দেখতে পান ভেতরে বিভিন্ন জিনিসপত্র ও মালামাল ছড়ানো–ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। তারা সুপার শপটির ছাউনির টিন ও গ্রিল কাটা দেখে থানা–পুলিশকে অবগত করেন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ম্যানেজার মো. সাগর চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, কর্মকর্তা-কর্মীরা সুপারশপটি বন্ধ করে চলে যাওয়ার পর গভীর রাতে চুরির ঘটনাটি ঘটে। চোরেরা সুপার শপের লকারে থাকা নগদ এক লাখ ১০ হাজার ৯০৫ টাকা, দেড় লাখ টাকা মূল্যের সিসি ক্যামেরা ডিভিআর মেশিন এবং ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, চোররা সুপার শপের কম্পিউটার, স্ক্যানার, রাউডার, ক্যাশবাক্স ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে আরও প্রায় সাড়ে তিন লাখ টাকা ক্ষতি সাধন করেছে।’ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।
নীলফামারীর সৈয়দপুরে সুপার শপের টিনের ছাউনি–গ্রিল কেটে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের বঙ্গবন্ধু সড়কের বাঙ্গালীপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে চোরেরা নগদ টাকা, বিভিন্ন জিনিসপত্র ও ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ১৭ লাখ টাকার মাল নিয়ে গেছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম বিষয়টি নিশ্চিত করছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
থানায় লিখিত অভিযোগে জানা যায়, শহরের বঙ্গবন্ধু সড়কের বাঙ্গালীপুর এলাকায় স্বপ্ন সুপার শপের আউট লেট। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতে সুপার শপ বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ বাসায় চলে যান।
আজ (শুক্রবার) সকাল ৮টায় প্রতিষ্ঠানের কর্মীরা এসে শাটার খুলে দেখতে পান ভেতরে বিভিন্ন জিনিসপত্র ও মালামাল ছড়ানো–ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। তারা সুপার শপটির ছাউনির টিন ও গ্রিল কাটা দেখে থানা–পুলিশকে অবগত করেন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ম্যানেজার মো. সাগর চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, কর্মকর্তা-কর্মীরা সুপারশপটি বন্ধ করে চলে যাওয়ার পর গভীর রাতে চুরির ঘটনাটি ঘটে। চোরেরা সুপার শপের লকারে থাকা নগদ এক লাখ ১০ হাজার ৯০৫ টাকা, দেড় লাখ টাকা মূল্যের সিসি ক্যামেরা ডিভিআর মেশিন এবং ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, চোররা সুপার শপের কম্পিউটার, স্ক্যানার, রাউডার, ক্যাশবাক্স ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে আরও প্রায় সাড়ে তিন লাখ টাকা ক্ষতি সাধন করেছে।’ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
১ ঘণ্টা আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
১ ঘণ্টা আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে