Ajker Patrika

সৈয়দপুরে সুপার শপের গ্রিল কেটে ১৭ লাখ টাকার মাল চুরি

নীলফামারী প্রতিনিধি
সৈয়দপুরে সুপার শপের গ্রিল কেটে ১৭ লাখ টাকার মাল চুরি

নীলফামারীর সৈয়দপুরে সুপার শপের টিনের ছাউনি–গ্রিল কেটে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের বঙ্গবন্ধু সড়কের বাঙ্গালীপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে চোরেরা নগদ টাকা, বিভিন্ন জিনিসপত্র ও ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ১৭ লাখ টাকার মাল নিয়ে গেছে। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম বিষয়টি নিশ্চিত করছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

থানায় লিখিত অভিযোগে জানা যায়, শহরের বঙ্গবন্ধু সড়কের বাঙ্গালীপুর এলাকায় স্বপ্ন সুপার শপের আউট লেট। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতে সুপার শপ বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ বাসায় চলে যান। 

আজ (শুক্রবার) সকাল ৮টায় প্রতিষ্ঠানের কর্মীরা এসে শাটার খুলে দেখতে পান ভেতরে বিভিন্ন জিনিসপত্র ও মালামাল ছড়ানো–ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। তারা সুপার শপটির ছাউনির টিন ও গ্রিল কাটা দেখে থানা–পুলিশকে অবগত করেন। 

প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ম্যানেজার মো. সাগর চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, কর্মকর্তা-কর্মীরা সুপারশপটি বন্ধ করে চলে যাওয়ার পর গভীর রাতে চুরির ঘটনাটি ঘটে। চোরেরা সুপার শপের লকারে থাকা নগদ এক লাখ ১০ হাজার ৯০৫ টাকা, দেড় লাখ টাকা মূল্যের সিসি ক্যামেরা ডিভিআর মেশিন এবং ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।’ 

তিনি আরও বলেন, চোররা সুপার শপের কম্পিউটার, স্ক্যানার, রাউডার, ক্যাশবাক্স ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে আরও প্রায় সাড়ে তিন লাখ টাকা ক্ষতি সাধন করেছে।’ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত