প্রতিনিধি, পঞ্চগড়
যৌতুকের বাকি ১৮ হাজার টাকা না দিতে পারায় বানেসা বেগম (২১) নামে এক গৃহবধূকে মারপিট করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর লক্ষিদাসী গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবার দায়ের করা মামলায় স্বামী শাহিন আলমকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে পারিবারিক ভাবে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রামপুর এলাকার ইয়াসিন আলীর মেয়ে বানেসার বিয়ে হয় বাবুল হোসেনের ছেলে শাহিনের সঙ্গে। বিয়ের সময় ছেলে পক্ষ যৌতুক হিসেবে ১ লাখ ২৮ হাজার টাকা নির্ধারণ করে দেয় কনের বাবাকে। বিয়ের দিনই ১ লাখ ১০ হাজার টাকা অগ্রিম যৌতুক দিতে পারলেও দারিদ্রতার কারণে মেয়ের বিয়ের ৫ বছরেও বাকি ১৮ হাজার টাকা দিতে পারেনি বাবা ইয়াছিন।
এদিকে, অবশিষ্ট ১৮ হাজার টাকার জন্য প্রায়ই বানেসাকে শারীরিক নির্যাতন করে স্বামী শাহিন। সেই ধারাবাহিকতায় গত বুধবার (২৫ আগস্ট) আবারও বানেসাকে বেধড়ক মারপিট করা হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বানেসা। অবস্থার অবনতি হলে বুধবার (১ আগস্ট) আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বলেন, বানেসার বাবা ইয়াসিন আলী বাদী হয়ে শাহিনকে প্রধান করে তিনজনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেছেন। বানেসার বাবা ইয়াসিন আলীর করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন পলাতক রয়েছে। তাদেরও গ্রেপ্তার চেষ্টা চলছে। বৃহস্পতিবার গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যৌতুকের বাকি ১৮ হাজার টাকা না দিতে পারায় বানেসা বেগম (২১) নামে এক গৃহবধূকে মারপিট করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর লক্ষিদাসী গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবার দায়ের করা মামলায় স্বামী শাহিন আলমকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে পারিবারিক ভাবে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রামপুর এলাকার ইয়াসিন আলীর মেয়ে বানেসার বিয়ে হয় বাবুল হোসেনের ছেলে শাহিনের সঙ্গে। বিয়ের সময় ছেলে পক্ষ যৌতুক হিসেবে ১ লাখ ২৮ হাজার টাকা নির্ধারণ করে দেয় কনের বাবাকে। বিয়ের দিনই ১ লাখ ১০ হাজার টাকা অগ্রিম যৌতুক দিতে পারলেও দারিদ্রতার কারণে মেয়ের বিয়ের ৫ বছরেও বাকি ১৮ হাজার টাকা দিতে পারেনি বাবা ইয়াছিন।
এদিকে, অবশিষ্ট ১৮ হাজার টাকার জন্য প্রায়ই বানেসাকে শারীরিক নির্যাতন করে স্বামী শাহিন। সেই ধারাবাহিকতায় গত বুধবার (২৫ আগস্ট) আবারও বানেসাকে বেধড়ক মারপিট করা হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বানেসা। অবস্থার অবনতি হলে বুধবার (১ আগস্ট) আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বলেন, বানেসার বাবা ইয়াসিন আলী বাদী হয়ে শাহিনকে প্রধান করে তিনজনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেছেন। বানেসার বাবা ইয়াসিন আলীর করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন পলাতক রয়েছে। তাদেরও গ্রেপ্তার চেষ্টা চলছে। বৃহস্পতিবার গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৪ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৪ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৫ ঘণ্টা আগে