রংপুরে সমাবেশস্থলে বিএনপি নেতার মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, রংপুর থেকে 
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২, ১৭: ০৭
আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১৯: ৫৯

ব্যাপক উৎসাহ নিয়ে রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এসেছিলেন দিনাজপুরের কাহারোল উপজেলার বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানসহ (৫০) আরও অনেকে। এই সমাবেশই তাঁর শেষ সমাবেশ হয়ে রইল। আজ শনিবার বিকেলে ৪টার দিকে সমাবেশ স্থলেই মারা যান তিনি।

রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে মারা যাওয়া মোস্তাফিজুর রহমানের ভাগনে সাদেক জানান, তাঁর মামা দিনাজপুর জেলার কাহারোল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। একই সঙ্গে তিনি উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 

মোস্তাফিজুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা বিএনপির নেতা সুভাষ দাস বলেন, ‘মোস্তাফিজুর রহমান কাহারোল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মোস্তাফিজুরের মৃত্যু হয়েছে। আগে থেকেই তিনি হৃদ্‌রোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন।’

এদিকে, দুপুর ১২টার পর থেকেই রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই জেলা বিএনপির নেতাদের বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সমাবেশের মাঠ সকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে উঠতে থাকে। জেলা নেতাদের বক্তব্যের মধ্যেই দুপুর ১টা ৫৫ মিনিটে সভাস্থলে উপস্থিত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে মাঠে জায়গা না হওয়ায় বিএনপির নেতা-কর্মীদের অনেকেই সমাবেশস্থলের আশপাশের রাস্তার পাশে বসে বক্তব্য শোনেন।  

সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত