Ajker Patrika

বিকেলে নাতনির মৃত্যু, ‘শোকে’ রাতে মারা গেলেন দাদি

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৭: ৪৫
বিকেলে নাতনির মৃত্যু, ‘শোকে’ রাতে মারা গেলেন দাদি

কুড়িগ্রামে খালের পানিতে ডুবে ৮ বছরের শিশু মিনা খাতুনের মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুর ৯ ঘণ্টা পর শোকে দাদি মর্জিনা বেগমও (৫৫) মারা যান। 
 
গতকাল মঙ্গলবার সদর উপজেলার ঘোগাদহ ও ভোগডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

ভোগডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলম ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফেরদৌসী বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

মিনা খাতুন সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের কাঠমিস্ত্রি মফিজুল ইসলামের মেয়ে। মর্জিনা বেগম মফিজুলের মা। 

স্থানীয়রা জানান, মিনা খাতুন ঘোগাদহ ইউনিয়নের সোনালীরকুটি গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। গতকাল বেলা ৩টার দিকে মিনা খাতুন তার নানাবাড়ির কাছে একটি ডোবার পানিতে পড়ে মারা যায়। পরে মিনার মরদেহ তার বাবার বাড়ি ভোগডাঙ্গা ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামে এনে পারিবারিকভাবে দাফন করা হয়। 

এদিকে এ ঘটনার পর ওই দিন রাত ১২টার দিকে মিনার দাদি মর্জিনা বেগম মারা যান। মিনার মৃত্যু ‘শোক’ সইতে না পেরে হৃদ্‌য়ন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আজ বুধবার সকালে নাতনি মিনার কবরের পাশেই মর্জিনা বেগমকে কবর দেওয়া হয়। দাদি ও নাতনির এমন মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মফিজুলের প্রতিবেশী আব্দুল মালেক বলেন, মর্জিনা বেগম নাতনি মিনাকে শিশুকাল থেকে লালন-পালন করেছেন। মিনার মৃত্যু শোক হয়তো তিনি সহ্য করতে পারেননি। তাদের এমন মৃত্যু এলাকাবাসীকেও শোকাচ্ছন্ন করেছে। 

ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, নাতনির মৃত্যু শোকে তার দাদি মর্জিনা রাত ১২টার দিকে মারা যান। গতকাল রাত ৭টায় মিনার জানাজা হয়। আর আজ সকাল ১০টার দিকে জানাজা শেষে মিনার কবরের পাশে তার দাদিকে দাফন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত