ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) সংসদীয় আসনের উপনির্বাচনে সংসদ সদস্য হতে লড়বেন ৫ প্রার্থী। নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের আজ ছিল শেষ দিন। এ দিন বৈধ ঘোষিত ৫ প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম। ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আগামী পহেলা ফেব্রুয়ারি এই সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। আগামী কাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
এ নিয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘১৪ দলীয় জোট ও জাতীয় পার্টিসহ ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে গোপাল চন্দ্র রায় নামের এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আজ রোববার বৈধ ঘোষিত প্রার্থীদের কেউ মনোনয়ন প্রত্যাহার করেনি।’
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—১৪ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টির নেতা অধ্যাপক ইয়াসিন আলী, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ, জাকের পাটির এমদাদ হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাফি আল আসাদ।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন।
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) সংসদীয় আসনের উপনির্বাচনে সংসদ সদস্য হতে লড়বেন ৫ প্রার্থী। নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের আজ ছিল শেষ দিন। এ দিন বৈধ ঘোষিত ৫ প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম। ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আগামী পহেলা ফেব্রুয়ারি এই সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। আগামী কাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
এ নিয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘১৪ দলীয় জোট ও জাতীয় পার্টিসহ ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে গোপাল চন্দ্র রায় নামের এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আজ রোববার বৈধ ঘোষিত প্রার্থীদের কেউ মনোনয়ন প্রত্যাহার করেনি।’
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—১৪ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টির নেতা অধ্যাপক ইয়াসিন আলী, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ, জাকের পাটির এমদাদ হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাফি আল আসাদ।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে