প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
গাইবান্ধা সুন্দরগঞ্জে মাদ্রাসায় অনুষ্ঠানের নাম করে সরকারি সড়ক থেকে অর্ধশত গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত তিন দিনে উপজেলার বামনডাঙা ইউনিয়নের পাইটকা পাড়া গ্রামের আজিজ মোড় হয়ে মির্জাপুর খেয়াঘাট সড়কের রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন স্থান থেকে এ গাছগুলো কেটে নেওয়া হয়েছে। আর এ গাছগুলো কেটে নিয়েছেন ওই মাদ্রাসার কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে সরেজমিনে জানা যায়, গত তিন দিন ধরে গাছগুলো শ্রমিক দিয়ে কাটা হয়। পরে সেগুলো বিক্রি করেন। ট্রাক যোগে গাছগুলো নিয়ে যান গাছ ব্যবসায়ী। ইউক্যালিপটাস, কাঁঠাল ও কড়াইসহ বিভিন্ন প্রজাতির অর্ধশত গাছ কাটা হয়। যার আনুমানিক দাম হবে দুই লাখ টাকা।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি পাকা হতে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ রাতদিন ধরে সড়কের দুপাশে থাকা গাছগুলো কাটেন। অর্ধশত বছরের গাছগুলো এলাকায় সৌন্দর্য বৃদ্ধি করে আসছিল। কিন্তু তাঁরা মাদ্রাসার অনুষ্ঠানের কথা বলে গাছগুলো কেটে নেন। গাছের গোড়াগুলো ট্রাক যোগে নিয়ে যান ব্যাপারী। ডালপালাগুলো তাঁদের হাফেজিয়া মাদ্রাসার ভেতরে রাখা হয়েছে।
হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মকবুল হোসেন গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, হাফেজিয়া মাদ্রাসায় একটা অনুষ্ঠান আছে। অনেক টাকা খরচ হবে সে অনুষ্ঠানে। এ কারণে গাছগুলো কেটে বিক্রি করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে না বলে গাছগুলো কাটা অন্যায় হয়েছে।
এ বিষয়ে ওই মাদ্রাসার শিক্ষক রাসেল হাসান বলেন, গাছগুলো তেরো হাজার টাকা বিক্রি করা হয়েছে। ডাল পালাগুলো মাদ্রাসার ভেতর রাখা আছে। ছবি তোলার অনুমতি চাইলে বলেন ভেতরে ঢোকা নিষেধ আছে। ওখানে মেয়ে শিক্ষার্থীরা থাকেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদ আল হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাইবান্ধা সুন্দরগঞ্জে মাদ্রাসায় অনুষ্ঠানের নাম করে সরকারি সড়ক থেকে অর্ধশত গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। গত তিন দিনে উপজেলার বামনডাঙা ইউনিয়নের পাইটকা পাড়া গ্রামের আজিজ মোড় হয়ে মির্জাপুর খেয়াঘাট সড়কের রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন স্থান থেকে এ গাছগুলো কেটে নেওয়া হয়েছে। আর এ গাছগুলো কেটে নিয়েছেন ওই মাদ্রাসার কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে সরেজমিনে জানা যায়, গত তিন দিন ধরে গাছগুলো শ্রমিক দিয়ে কাটা হয়। পরে সেগুলো বিক্রি করেন। ট্রাক যোগে গাছগুলো নিয়ে যান গাছ ব্যবসায়ী। ইউক্যালিপটাস, কাঁঠাল ও কড়াইসহ বিভিন্ন প্রজাতির অর্ধশত গাছ কাটা হয়। যার আনুমানিক দাম হবে দুই লাখ টাকা।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি পাকা হতে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ রাতদিন ধরে সড়কের দুপাশে থাকা গাছগুলো কাটেন। অর্ধশত বছরের গাছগুলো এলাকায় সৌন্দর্য বৃদ্ধি করে আসছিল। কিন্তু তাঁরা মাদ্রাসার অনুষ্ঠানের কথা বলে গাছগুলো কেটে নেন। গাছের গোড়াগুলো ট্রাক যোগে নিয়ে যান ব্যাপারী। ডালপালাগুলো তাঁদের হাফেজিয়া মাদ্রাসার ভেতরে রাখা হয়েছে।
হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মকবুল হোসেন গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, হাফেজিয়া মাদ্রাসায় একটা অনুষ্ঠান আছে। অনেক টাকা খরচ হবে সে অনুষ্ঠানে। এ কারণে গাছগুলো কেটে বিক্রি করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে না বলে গাছগুলো কাটা অন্যায় হয়েছে।
এ বিষয়ে ওই মাদ্রাসার শিক্ষক রাসেল হাসান বলেন, গাছগুলো তেরো হাজার টাকা বিক্রি করা হয়েছে। ডাল পালাগুলো মাদ্রাসার ভেতর রাখা আছে। ছবি তোলার অনুমতি চাইলে বলেন ভেতরে ঢোকা নিষেধ আছে। ওখানে মেয়ে শিক্ষার্থীরা থাকেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদ আল হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে