অপহরণের ১৮ দিন পর কিশোরীর লাশ উদ্ধার, জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ২৩: ৫২

গাইবান্ধার সুন্দরগঞ্জে নবম শ্রেণির শিক্ষার্থী লিমা আক্তারকে (১৪) অপহরণের ১৮ দিন পর চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর-গাইবান্ধা সড়কে সচেতন এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কৌশিক আহমেদ রুবেল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম কামরুল হুদা রাজু, প্রভাষক আল-মামুন, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান ও লিমার বড় ভাই মাজেদুর রহমান লিমন প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, গত ২৩ সেপ্টেম্বর সকালে স্থানীয় কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যাওয়ার পথে তাকে প্রতিবেশী শাকিল মিয়া অপহরণ করে চট্টগ্রামে নিয়ে যায়। সেখানে ১৮ দিন রাখার পরে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখে। পরে ইপিজেড থানা-পুলিশ লিমার লাশ উদ্ধার করে জড়িত দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। কিশোরী শিক্ষার্থীর জঘন্যতম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও গ্রেপ্তারকৃতদের বিচারের জোর দাবি জানান তাঁরা। 

উল্লেখ্য, লিমা আক্তার উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের আব্দুল লতিফ মিয়ার মেয়ে। তাঁকে অপহরণ করা হয় ২৩ সেপ্টেম্বর। খুঁজে না পাওয়ায় ৫ অক্টোবর থানায় মামলা করেন তার বাবা। পরে ১১ অক্টোবর চট্টগ্রাম জেলার ইপিজেড থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে লিমার ঝুলন্ত লাশ উদ্ধার করেন পুলিশ। এ সময় তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। এ ঘটনায় গ্রেপ্তার দুজন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত