নবাবগঞ্জে নৈশকোচ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৯

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১৮: ১০
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৮: ১৯

দিনাজপুরের নবাবগঞ্জে বালুবাহী ট্রাক-নৈশকোচ মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও নৈশকোচের যাত্রী এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন।

নিহত দুজন হলেন বালুবাহী ট্রাকের চালক পাবনার বেড়া উপজেলার আকরাম হোসেন (৩৫) এবং কোচের যাত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে জান্নাত আরা (১২)।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন কোচের যাত্রী দিনাজপুরের চাকলা হাট এলাকার মো. শাহিন আলম (৪০), তাঁর স্ত্রী মোছা. মর্জিনা আক্তার (৩৫), তাঁদের দুই সন্তান মোছা. শাম্মী আক্তার (৫) ও মো. সায়েম বাবু (৩), জেলার ফুলবাড়ী উপজেলার চকচকা এলাকার মো. সজীব (১৯), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কালঞ্চা এলাকার মোছা. রাশেদা বেগম (৪৫), ট্রাকচালকের সহকারী পাবনার সাঁথিয়া উপজেলার নারিন্দা এলাকার মো. সোহেল রানা (৩৫) এবং অজ্ঞাতপরিচয় দুজন।

নবাবগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহিন মিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী মা এন্টারপ্রাইজ নামের একটি নৈশকোচ ও পঞ্চগড় থেকে বালুবাহী একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে আসছিল। আজ মঙ্গলবার ভোরে উপজেলা চড়ারহাট টুলটুলিপাড়া এলাকায় ট্রাক ও কোচের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও কোচের যাত্রী এক শিশু নিহত হয়। এ সময় আহত হয় অন্তত ৯ জন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ট্রাক ও বাস উদ্ধার করে রাস্তা চলাচল স্বাভাবিক করা হয়। ট্রাকচালক আকরাম হোসেনের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আর কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত