দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কা, নিহত ১

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১১: ৩৮
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১১: ৩৯
প্রতীকী ছবি

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে সিমেন্টবাহী আরেকটি ট্রাক। এতে সিমেন্টবাহী ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ঘোড়াঘাট পৌর এলাকায় চারমাথা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। তিনি বলেন, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। দুর্ঘটনার পরপরই সিমেন্টবাহী ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আটকেরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে বালুবাহী ট্রাকের চালক রিবুল হোসেন (৩২) এবং তাঁর সহকারী একই উপজেলার ফারাকপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে জুয়েল রানা (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাত আড়াইটার দিকে একটি বালুবাহী ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় বগুড়াগামী সিমেন্টবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিমেন্টবাহী ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় সিমেন্টবাহী ট্রাকের চালকের সহকারী।

ওসি নাজমুল হক বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত