পঞ্চগড় সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১২: ২৬
Thumbnail image

পঞ্চগড়ে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের অস্থিরতার মধ্যে অনুপ্রবেশ ও দুর্বৃত্তদের পালিয়ে যাওয়া ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে এই বাহিনী। 

পঞ্চগড় সীমান্তে টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অন্যদিকে সীমান্তের ওপারে টহল জোরদার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার তিন দিক দিয়ে ভাতের সঙ্গে ২৮৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। দীর্ঘ এই সীমান্ত এলাকায় পঞ্চগড় ১৮ বিজিবি, নীলফামারী ৫৬ বিজিবি ও ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে। 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক বলেন, ‘উভয় সীমান্তেই সর্বোচ্চ সতর্ক অবস্থানে টহল জোরদার রয়েছে। ভারত নিরাপত্তার স্বার্থে আগেই সীমান্তে টহল জোরদার করেছে। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় আমরাও টহল বৃদ্ধিসহ পুরো সীমান্তে নজরদারি করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত