Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ৯৪ নেতা-কর্মীর নামে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৯: ৫৩
ঠাকুরগাঁওয়ে আ.লীগের ৯৪ নেতা-কর্মীর নামে মামলা

ঠাকুরগাঁওয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুবুর রহমান খোকনকে প্রধান আসামি করে ৯৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। মামলায় ২ নম্বর আসামি করা হয়েছে জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ আপেলকে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে ঠাকুরগাঁও সদর থানায় নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন পৌর শহরের সরকারপাড়া মহল্লার সাজ্জাদ সরকার শাহিন।

মামলায় বাদী উল্লেখ করেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহরের আর্ট গ্যালারি অপরাজেয় একাত্তরের সামনে আসামিরা দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করে। এ সময় তারা লাঠিসোঁটা, লোহার রড, ককটেল ও হাতবোমা নিয়ে আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপরে হামলা চালায়। এ সময় তাঁর শরীরে ছররা গুলি লাগলে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নাশকতা ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত