ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার নতুনহাট বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এ সময় তার কাছ থেকে সোনালি রঙের একটি পিতলের মূর্তি জব্দ করা হয়।
গ্রেপ্তার আব্দুর রশীদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাড়িয়া গ্রামের বাসিন্দা।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক আব্দুর রশীদের নামে প্রতারণার মামলা হয়েছে। আজ (বুধবার) তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।’
স্থানীয়রা জানান, আব্দুর রশীদ (৩৫) চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ধুলার কুটি গ্রামের আকবর আলীর স্ত্রী খয়েরজান বেগমের মোবাইলে ফোন করে নিজেকে ‘জিনের বাদশা’ পরিচয় দেয়। তার কথা অমান্য করলে পরিবারের সদস্য ও সংসারের ক্ষতি হওয়ার ভয়ভীতি দেখায়। এ ছাড়া ধন সম্পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে বেশ কিছু টাকা হাতিয়ে নেয়।
ভুক্তভোগী খয়েরজান বেগম বলেন, ‘গত রোববার ভোরে মোবাইলে কল আসে। আল্লাহ ওলী সোলায়মান পয়গম্বর জিনের বাদশা পরিচয় দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে বলে। এরপর আরব দেশের দুই এতিম ছেলেকে সাহায্য করতে বলে। তার বিনিময়ে তিন হাঁড়ি টাকা ও এক হাঁড়ি হিরা-মনিক-মুক্তা পাওয়ার আশ্বাস দেয়। সকালে এক হাজার টাকা বিকাশ করি।’
তিনি আরও বলেন, ‘সোমবার ভোরে আবার ফোন আসে। তাহাজ্জুদ নামাজ পড়তে বলে। এদিন দুই এতিমের খাওয়া–দাওয়ার জন্য সাহায্য করতে বলে। আগের ধন-সম্পদের সঙ্গে নতুন করে সোনার হার পাওয়ার আশ্বাস দিয়ে টাকা বিকাশ করতে বলে। মঙ্গলবারে আবার তিন হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেই। এরপর ফোন দিয়ে সোনার হার ও হিরা-মানিক-মুক্তা নেওয়ার জন্য ব্যাগ নিয়ে সন্ধ্যায় নতুনহাট বাজারের পাশে যেতে বলে।’
গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আব্দুল হাকিম বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় নতুনহাট বাজার এলাকায় এক ব্যক্তি ঠিকানা জানতে চাই। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে স্থানীয়দের সঙ্গে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এ সময় তার কাছে সোনালি রঙের একটি মূর্তি পাওয়া যায়। মূর্তি পাওয়ার পর স্থানীয়দের সন্দেহ হয় ওই ব্যক্তি প্রতারক চক্রের সদস্য। তাকে আটক করে ইউনিয়ন পরিষদ ভবনে নেওয়া হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।’
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার নতুনহাট বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এ সময় তার কাছ থেকে সোনালি রঙের একটি পিতলের মূর্তি জব্দ করা হয়।
গ্রেপ্তার আব্দুর রশীদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাড়িয়া গ্রামের বাসিন্দা।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক আব্দুর রশীদের নামে প্রতারণার মামলা হয়েছে। আজ (বুধবার) তাকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।’
স্থানীয়রা জানান, আব্দুর রশীদ (৩৫) চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ধুলার কুটি গ্রামের আকবর আলীর স্ত্রী খয়েরজান বেগমের মোবাইলে ফোন করে নিজেকে ‘জিনের বাদশা’ পরিচয় দেয়। তার কথা অমান্য করলে পরিবারের সদস্য ও সংসারের ক্ষতি হওয়ার ভয়ভীতি দেখায়। এ ছাড়া ধন সম্পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে বেশ কিছু টাকা হাতিয়ে নেয়।
ভুক্তভোগী খয়েরজান বেগম বলেন, ‘গত রোববার ভোরে মোবাইলে কল আসে। আল্লাহ ওলী সোলায়মান পয়গম্বর জিনের বাদশা পরিচয় দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে বলে। এরপর আরব দেশের দুই এতিম ছেলেকে সাহায্য করতে বলে। তার বিনিময়ে তিন হাঁড়ি টাকা ও এক হাঁড়ি হিরা-মনিক-মুক্তা পাওয়ার আশ্বাস দেয়। সকালে এক হাজার টাকা বিকাশ করি।’
তিনি আরও বলেন, ‘সোমবার ভোরে আবার ফোন আসে। তাহাজ্জুদ নামাজ পড়তে বলে। এদিন দুই এতিমের খাওয়া–দাওয়ার জন্য সাহায্য করতে বলে। আগের ধন-সম্পদের সঙ্গে নতুন করে সোনার হার পাওয়ার আশ্বাস দিয়ে টাকা বিকাশ করতে বলে। মঙ্গলবারে আবার তিন হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেই। এরপর ফোন দিয়ে সোনার হার ও হিরা-মানিক-মুক্তা নেওয়ার জন্য ব্যাগ নিয়ে সন্ধ্যায় নতুনহাট বাজারের পাশে যেতে বলে।’
গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আব্দুল হাকিম বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় নতুনহাট বাজার এলাকায় এক ব্যক্তি ঠিকানা জানতে চাই। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে স্থানীয়দের সঙ্গে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এ সময় তার কাছে সোনালি রঙের একটি মূর্তি পাওয়া যায়। মূর্তি পাওয়ার পর স্থানীয়দের সন্দেহ হয় ওই ব্যক্তি প্রতারক চক্রের সদস্য। তাকে আটক করে ইউনিয়ন পরিষদ ভবনে নেওয়া হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।’
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২৭ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৪১ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে