নীলফামারী ও সৈয়দপুর প্রতিনিধি
ভ্রাম্যমাণ আদালতে রায় মেনে জরিমানা দিতে অস্বীকৃতি জানানোয় নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে গতকাল শুক্রবার জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগে তাকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
কিন্তু নিজের ভুল স্বীকার না করে জরিমানা দিতে অস্বীকৃতি জানানোয় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে তার বিরুদ্ধে একইদিন দিবাগত রাত সোয়া ৩টার দিকে নিয়মিত মামলা দায়ের করেন।
দণ্ডিত ফয়সাল দিদার দিপু জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম ছাত্রবিষয়ক সম্পাদক। তিনি সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু শহরের শহীদ তুলসীরাম সড়কে ঘোড়ার গাড়িতে করে প্রচারণায় অংশ নেন। এ সময় সেখানে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০১৬ সালের নির্বাচনী আচরণবিধি অনুসারে জীবন্ত প্রাণী নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন, অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। কিন্তু তিনি নিজের ভুল স্বীকার না করে জরিমানা দিতে অস্বীকৃতি জানানোয় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে তার বিরুদ্ধে একইদিন রাত সোয়া ৩টার দিকে নিয়মিত মামলা দায়ের করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মিত মামলা দায়ের পর চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আজ (শনিবার) তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
ভ্রাম্যমাণ আদালতে রায় মেনে জরিমানা দিতে অস্বীকৃতি জানানোয় নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে গতকাল শুক্রবার জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার অভিযোগে তাকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
কিন্তু নিজের ভুল স্বীকার না করে জরিমানা দিতে অস্বীকৃতি জানানোয় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে তার বিরুদ্ধে একইদিন দিবাগত রাত সোয়া ৩টার দিকে নিয়মিত মামলা দায়ের করেন।
দণ্ডিত ফয়সাল দিদার দিপু জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম ছাত্রবিষয়ক সম্পাদক। তিনি সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু শহরের শহীদ তুলসীরাম সড়কে ঘোড়ার গাড়িতে করে প্রচারণায় অংশ নেন। এ সময় সেখানে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০১৬ সালের নির্বাচনী আচরণবিধি অনুসারে জীবন্ত প্রাণী নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন, অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। কিন্তু তিনি নিজের ভুল স্বীকার না করে জরিমানা দিতে অস্বীকৃতি জানানোয় নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদী হয়ে তার বিরুদ্ধে একইদিন রাত সোয়া ৩টার দিকে নিয়মিত মামলা দায়ের করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিয়মিত মামলা দায়ের পর চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আজ (শনিবার) তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
নিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ শনিবার তিনি এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেছেন।
১৩ মিনিট আগেপিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর একজন মীর মোজাম্মেল হোসেন নাঈম (২৩)। তার এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। শোকের স্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।
১৫ মিনিট আগেসিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটের পান্তুমাই, প্রতাপপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিলসহ বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম সমন্বয়ক সোহেল রানার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ৩টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, রাজশাহী ব্যানারে এ কর্মসূচি হয়।
১ ঘণ্টা আগে