পলাশবাড়ীতে নৌকার প্রার্থীর বাসভবনে হামলা, প্রাইভেটকার ভাঙচুর

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
Thumbnail image

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের নৌকার প্রার্থী আইনজীবী উম্মে কুলসুম স্মৃতির বাসভবনে হামলা হয়েছে। আজ শনিবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজারের বাসভবনে এ হামলা হয়। 

এ সময় বাড়িতে ইটপাটকেল নিক্ষেপসহ বাড়ির সামনের সড়কে থাকা সংসদ সদস্যর ছোট ভাই আমিনুল ইসলাম পাপুলের একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। 

এ ব্যাপারে আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর বাসায় আকস্মিক হামলা চালায় বিএনপি-জামায়াতের নেতা–কর্মীরা। তাঁরা ভবনে ইটপাটকেল নিক্ষেপসহ বাসার সামনের সড়কে থাকা সাংসদের ছোট ভাই আমিনুল ইসলাম পাপুলের প্রাইভেটকার ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

প্রত্যক্ষদর্শী জামালপুর গ্রামের সুজন মিয়া জানান, হামলাকারী ৫০-৬০ জনের অধিকাংশরাই ছিল মাস্ক-হেলমেট পড়া। 

গাইবান্ধা-৩ আসনের নৌকার প্রার্থী আইনজীবী উম্মে কুলসুম স্মৃতির বাসভবনে হামলা ও প্রাইভেট কার ভাঙচুর করা হয়এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত