পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. মফিজুল হক সরকার।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রার্থিতা ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, ‘৩১, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের সকল মানুষের নিকট আমি দোয়া প্রার্থী। আপনারা অবগত আছেন, আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকব। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটারের উপস্থিত নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক ও উৎসবমুখর করতে হবে। প্রয়োজনে স্বতন্ত্র প্রার্থীদের তিনি উদ্বুদ্ধ করতে বলেছেন।
‘আজ সম্মানিত মনোনয়নপ্রত্যাশী সকল নেতৃবৃন্দ গণভবনে উপস্থিত থেকে তা শুনেছেন এবং জেনেছেন। আমি আমার সংসদীয় এলাকার সকল সম্মানিত ভোটারসহ সকলের নিকট দোয়া ও সমর্থনপ্রত্যাশী। আপনাদের সঙ্গে নিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব ইনশা আল্লাহ। আমার পাশে থেকে দ্বাদশ সংসদ নির্বাচনকে অর্থবহ, উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আপনাদের অধিকার নিশ্চিত করতে বিনীত অনুরোধ করছি। জয় আমাদের হবেই ইনশা আল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
গতকাল রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি।
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি উম্মে কুলসুম স্মৃতিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ আসন থেকে নৌকার মাঝি হতে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন নেন আরও ১২ জন প্রার্থী।
তাঁরা হলেন— পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মো. শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মণ্ডল, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. মফিজুল হক সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মো. জরিদুল হক, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মো. আজিজুর রহমান সরকার, সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাহারিয়া খান বিপ্লব, সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ (অব.) মো. জাকারিয়া খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সহীদুল্যাহেল কবির ফারুক, আওয়ামী লীগের সদস্য ও আজিজার রহমান বিএসসি এবং জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক অধ্যক্ষ এসএম আব্দুর রহমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. মফিজুল হক সরকার।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রার্থিতা ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, ‘৩১, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের সকল মানুষের নিকট আমি দোয়া প্রার্থী। আপনারা অবগত আছেন, আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকব। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটারের উপস্থিত নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক ও উৎসবমুখর করতে হবে। প্রয়োজনে স্বতন্ত্র প্রার্থীদের তিনি উদ্বুদ্ধ করতে বলেছেন।
‘আজ সম্মানিত মনোনয়নপ্রত্যাশী সকল নেতৃবৃন্দ গণভবনে উপস্থিত থেকে তা শুনেছেন এবং জেনেছেন। আমি আমার সংসদীয় এলাকার সকল সম্মানিত ভোটারসহ সকলের নিকট দোয়া ও সমর্থনপ্রত্যাশী। আপনাদের সঙ্গে নিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব ইনশা আল্লাহ। আমার পাশে থেকে দ্বাদশ সংসদ নির্বাচনকে অর্থবহ, উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতামূলক করতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আপনাদের অধিকার নিশ্চিত করতে বিনীত অনুরোধ করছি। জয় আমাদের হবেই ইনশা আল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
গতকাল রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তিনি।
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি উম্মে কুলসুম স্মৃতিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ আসন থেকে নৌকার মাঝি হতে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন নেন আরও ১২ জন প্রার্থী।
তাঁরা হলেন— পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মো. শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মণ্ডল, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. মফিজুল হক সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মো. জরিদুল হক, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মো. আজিজুর রহমান সরকার, সাদুল্যাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সাহারিয়া খান বিপ্লব, সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ (অব.) মো. জাকারিয়া খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সহীদুল্যাহেল কবির ফারুক, আওয়ামী লীগের সদস্য ও আজিজার রহমান বিএসসি এবং জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক অধ্যক্ষ এসএম আব্দুর রহমান।
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
১ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
১ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
২ ঘণ্টা আগে