Ajker Patrika

কিশোরগঞ্জে পানিতে ডুবে দুজনের মৃত্যু

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
কিশোরগঞ্জে পানিতে ডুবে দুজনের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল। 

নিহতরা হলেন—মুশা ঝাড়পাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে ও পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ (১৬) এবং মাগুরার দোলাপাড়া গ্রামের কামাল হোসেনের মেয়ে লামিয়া আক্তার (৬)। 

নিহতদের স্বজন সূত্রে জানা যায়, নিহত রিয়াদ তার বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে বল দিয়ে পানিতে লুকোচুরি খেলছিল। এ সময় সে বল রেখে পানিতে ডুব দেয়। পরে তাকে কিছুক্ষণ খুঁজে না পেয়ে বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তার মরদেহ উদ্ধার করে। 

অপরদিকে নিহত লামিয়া বাড়ির পাশে খেলছিল। এ সময়ে তাকে রেখে তার মা বাড়িতে গেলে পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে নিথর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয় হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত