নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
ব্রহ্মপুত্র নদে জেলের বর্শিতে ধরা পড়া ৬২ কেজি ওজনের একটি বাগাড় মাছ প্রায় ১ লাখ টাকায় বিক্রি হয়েছে। আজ শুক্রবার সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর বাজারে মাছটি কেটে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
মাছটি গতকাল বৃহস্পতিবার চিলমারীর ব্রহ্মপুত্র নদে জেলের বর্শিতে ধরা পড়ে। পরে নাগেশ্বরী উপজেলার বানুরখামার এলাকার মাছ ব্যবসায়ী মালিক হানিফ আলী ৫০ হাজার টাকায় কিনে রাতে নাগেশ্বরীতে নিয়ে আসেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেটে মাছটি নিয়ে আসা হলে সেটি দেখতে মানুষের ভিড় জমে যায়। সবাই মাছটি দেখে বিস্ময় প্রকাশ করেন।
মাছ ব্যবসায়ী হানিফ বলেন, ‘চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বৃহস্পতিবার বিকেলে বর্শিতে মাছ ধরেছেন এক স্থানীয় জেলে। তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকায় মাছটি কিনি। দাম বেশি তাই ক্রেতা কম। শুক্রবার সকালে পৌর বাজারে মাছটি কেটে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেন। বিক্রি হয় ৯৯ হাজার ২০০ টাকায়।’
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, এ ধরনের বড় মাছ ধরার খবর শুনেছি। ব্রহ্মপুত্র নদে অনেক বড় বড় মাছ আছে। মাঝেমধ্যে বিভিন্ন জাতের বড় মাছ ধরার খবর আসে। এতে বোঝা যায় এই জেলার নদ-নদী এখনো মৎস্যসম্পদে সমৃদ্ধ।
ব্রহ্মপুত্র নদে জেলের বর্শিতে ধরা পড়া ৬২ কেজি ওজনের একটি বাগাড় মাছ প্রায় ১ লাখ টাকায় বিক্রি হয়েছে। আজ শুক্রবার সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর বাজারে মাছটি কেটে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
মাছটি গতকাল বৃহস্পতিবার চিলমারীর ব্রহ্মপুত্র নদে জেলের বর্শিতে ধরা পড়ে। পরে নাগেশ্বরী উপজেলার বানুরখামার এলাকার মাছ ব্যবসায়ী মালিক হানিফ আলী ৫০ হাজার টাকায় কিনে রাতে নাগেশ্বরীতে নিয়ে আসেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেটে মাছটি নিয়ে আসা হলে সেটি দেখতে মানুষের ভিড় জমে যায়। সবাই মাছটি দেখে বিস্ময় প্রকাশ করেন।
মাছ ব্যবসায়ী হানিফ বলেন, ‘চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বৃহস্পতিবার বিকেলে বর্শিতে মাছ ধরেছেন এক স্থানীয় জেলে। তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকায় মাছটি কিনি। দাম বেশি তাই ক্রেতা কম। শুক্রবার সকালে পৌর বাজারে মাছটি কেটে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেন। বিক্রি হয় ৯৯ হাজার ২০০ টাকায়।’
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, এ ধরনের বড় মাছ ধরার খবর শুনেছি। ব্রহ্মপুত্র নদে অনেক বড় বড় মাছ আছে। মাঝেমধ্যে বিভিন্ন জাতের বড় মাছ ধরার খবর আসে। এতে বোঝা যায় এই জেলার নদ-নদী এখনো মৎস্যসম্পদে সমৃদ্ধ।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৪ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৪ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৫ ঘণ্টা আগে