ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের মামলায় প্রকাশ বর্মণ নামের কথিত এক তান্ত্রিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার ঢোলারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে প্রকাশ বর্মণকে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায়।
ওসি চিত্তরঞ্জন রায় আজকের পত্রিকাকে বলেন, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢোলারহাট এলাকা থেকে প্রকাশ বর্মণকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাঁকে আদালতে তোলা হলে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলার বাকি চার পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এ মামলার তান্ত্রিক প্রকাশ বর্মণ ছাড়াও অন্য চার আসামি হলেন রেলগেট কিপার শামিম ইসলাম, মেজর, এনামুল হক, উজ্জ্বল দাস।
প্রসঙ্গত উল্লেখ্য, ৩ মার্চ ঢোলারহাটের একটি সনাতন ধর্মীয় অনুষ্ঠান থেকে প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী নারীকে রেল ক্রসিংয়ের কোয়ার্টারে নিয়ে যান তান্ত্রিক প্রকাশ বর্মণ। সেখানে তাঁকে পরিকল্পিতভাবে রাতভর শারীরিক নির্যাতন ও পালাক্রমে ধর্ষণ করেন অভিযুক্ত ব্যক্তিরা ৷ এরপর তাঁকে ঘটনাটি ধামাচাপা দিতে টাকা দিতে চান তাঁরা ৷ একপর্যায়ে মামলা না করার জন্য নানা রকম ভয়ভীতি দেখানো হয় ৷ ভয়ে কিছুদিন আত্মগোপনে ছিলেন ওই নারী। পরে ১৪ মার্চ ভুক্তভোগী নারী বাদী হয়ে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুকের আদালতে এই মামলা করেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের মামলায় প্রকাশ বর্মণ নামের কথিত এক তান্ত্রিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার ঢোলারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে প্রকাশ বর্মণকে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায়।
ওসি চিত্তরঞ্জন রায় আজকের পত্রিকাকে বলেন, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢোলারহাট এলাকা থেকে প্রকাশ বর্মণকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাঁকে আদালতে তোলা হলে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলার বাকি চার পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এ মামলার তান্ত্রিক প্রকাশ বর্মণ ছাড়াও অন্য চার আসামি হলেন রেলগেট কিপার শামিম ইসলাম, মেজর, এনামুল হক, উজ্জ্বল দাস।
প্রসঙ্গত উল্লেখ্য, ৩ মার্চ ঢোলারহাটের একটি সনাতন ধর্মীয় অনুষ্ঠান থেকে প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী নারীকে রেল ক্রসিংয়ের কোয়ার্টারে নিয়ে যান তান্ত্রিক প্রকাশ বর্মণ। সেখানে তাঁকে পরিকল্পিতভাবে রাতভর শারীরিক নির্যাতন ও পালাক্রমে ধর্ষণ করেন অভিযুক্ত ব্যক্তিরা ৷ এরপর তাঁকে ঘটনাটি ধামাচাপা দিতে টাকা দিতে চান তাঁরা ৷ একপর্যায়ে মামলা না করার জন্য নানা রকম ভয়ভীতি দেখানো হয় ৷ ভয়ে কিছুদিন আত্মগোপনে ছিলেন ওই নারী। পরে ১৪ মার্চ ভুক্তভোগী নারী বাদী হয়ে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুকের আদালতে এই মামলা করেন।
ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) অপসারণসহ ৯ দফা দাবিতে পটুয়াখালী পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তরা মানববন্ধন করেছেন। আজ রোববার জেলার কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
১ মিনিট আগেকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তিতে গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। পাশাপাশি গুচ্ছ নিয়ে ১৫ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে সিদ্ধান্ত জানাতে সময় চেয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
৬ মিনিট আগেবান্দরবানের আলীকদম উপজেলার বুজির মুখ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৫৮ মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩ জনকে আজ রোববার ভোরে পুশব্যাক করা হয়েছে। তাঁদের এ দেশে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে পাঁজচনের বিরুদ্ধে মানব পাচার ও প্রতিরোধ দমন আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।
৩০ মিনিট আগেমাহফিলে সব দল-মতের লোকজনকে স্বাগত জানিয়ে ড. মিজানুর রহমান আজহারী বলেন, ‘যারা আমাদের বিরোধিতা করে, ঘৃণা ছড়ায়; তাদের জন্যও আমাদের বুকভরা ভালোবাসা রয়েছে। কারণ, ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে তা পারা যায় না। তো যারা বিরোধিতার জন্য আমাদের আলোচনা শোনেন, তাঁদেরও স্বাগত। যারা আমাদের আলোচনা আউট অব
৩৭ মিনিট আগে