Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলায় পৃথক ঘটনায় এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সদরের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে সদরের খোঁচাবাড়ি এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার রুবেল রানা (৩০) মৃত্যু হয়।

সন্ধ্যার দিকে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ইসমাইল হোসেন (২০), কাউসার আলী (২০) ও মেরাজ (২০) নামে তিন শিক্ষার্থী।

এ সময় সদরের বটতলা বকশেরহাট পাকা রাস্তার ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ওই তিন শিক্ষার্থী। পরে তাদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাউসার আলীকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে দুপুরে শহরের শান্তিনগর মহল্লায় বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. শাহিনুর আলম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি সদরের বালিয়ার হাট এলাকার বাসিন্দা।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘পৃথক তিনটি ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত