Ajker Patrika

পীরগঞ্জে নারীকে হত্যা করে দুই টুকরা, দেড় মাস আগে খুন শিশুকন্যার লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ২৫
বাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
বাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জে দেলোয়ারা বেগম (৩০) নামের এক গৃহবধূর বিচ্ছিন্ন ধড় উদ্ধারের পর পৃথক স্থানে মাটি খুঁড়ে মাথা ও তাঁর শিশুকন্যার (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকাল ৯টার দিকে বড় বদনাপাড়া গ্রাম থেকে মাটি খুঁড়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল শনিবার বিকেলে উপজেলার করতোয়া নদীর টোংরারদহ থেকে দেলোয়ারার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আতিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী দেলোয়ারার খণ্ডিত মাথা ও শিশুটির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চতরা ইউনিয়নের বড় বদনাপাড়া গ্রামের পাশে মরিচখেত থেকে নারীর মাথাহীন লাশ উদ্ধার করে। পরে পুলিশ নিশ্চিত হয়, হত্যার শিকার দেলোয়ারা বেগম নীলফামারীর জলঢাকা উপজেলার বাসিন্দা। তাঁর বিয়ে হয়েছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জে। পরে স্বামী-স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি হয়েছে। দোলোয়ারার সঙ্গে বদনাপাড়া গ্রামের আতিকুল ইসলামের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তাঁরা দুজন গ্রামগঞ্জে গানবাজনা করে বেড়াতেন।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় পুলিশ আতিকুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে শনিবার বিকেল সাড়ে ৩টায় তাঁর দেওয়া তথ্যমতে উপজেলার করতোয়া নদীর টোংরারদহ থেকে দেলোয়ারা বেগমের খণ্ডিত মাথা মাটি খুঁড়ে উদ্ধার করে।

এরপর দেলোয়ারা বেগমের তালাকপ্রাপ্ত স্বামী পুলিশকে জানান, তাঁর সাবেক স্ত্রীর সঙ্গে পাঁচ বছরের মেয়ে সায়মাও ছিল। পুলিশ আজ সকালে অভিযুক্ত আতিকুলের বাড়ির পেছন থেকে বিভিন্ন প্রজাতির গাছের বাগানে পুঁতে রাখা শিশু সাইমার লাশ উদ্ধার করে।

রংপুরের পুলিশ সুপার (এসপি) আবু সাইম বলেন, আতিকুলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে, দেড় মাস আগে ওই নারীর শিশুকন্যা সাইমাকে হত্যার পর লুঙ্গিতে পেঁচিয়ে বাড়ির পাশের বাগানে তিন-চার ফুট গর্ত করে পুঁতে রাখেন আতিকুল। পুলিশ টিম নিয়ে সেখানে যায়। মাটি খুঁড়ে ওই শিশুর লাশ উদ্ধার করে আজ সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর আগে শনিবার আতিকুলের স্বীকারোক্তি মোতাবেক ওই নারীর খণ্ডিত মাথা, একটি ব্যাগ ও বাক্স উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার রাতেই পীরগঞ্জ থানার উপপরিদর্শক অন্তত কুমার বাদী হয়ে মামলা করেন। এই মামলায় আতিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত