কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবু মুসা ছোটন (৩৫) নামে ছাত্রলীগ এক নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকার আবুল কাশেমের ছেলে। ছোটন ভোটমারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।
আজ মঙ্গলবার ইফতারের পর উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর জামির বাড়ি সরকারি প্রাথমিক (হাজির স্কুল) বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধা ৭টার দিকে ছোটন ইফতারের পর বাড়ির পার্শ্বে শ্রুতিধর জামির বাড়ি সরকারি প্রাথমিক (হাজির স্কুল) বিদ্যালয়ে কাছে দোকানে বসেছিল। সে সময় একই এলাকার জহুরুল হকের ছেলে পলাশ (২৫) ছোটনকে স্কুল মাঠে ডেকে নিয়ে গিয়ে উপর্যপরি ছুরিকাঘাত করে।
এ সময় ছোটন চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশেপাশের লোকজন এসে ছোটনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পলাশকে আটক করে। পরে গুরুতর আহতাবস্থায় ছোটনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আটককৃত পলাশকে কালীগঞ্জ থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবু মুসা ছোটন (৩৫) নামে ছাত্রলীগ এক নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকার আবুল কাশেমের ছেলে। ছোটন ভোটমারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।
আজ মঙ্গলবার ইফতারের পর উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর জামির বাড়ি সরকারি প্রাথমিক (হাজির স্কুল) বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধা ৭টার দিকে ছোটন ইফতারের পর বাড়ির পার্শ্বে শ্রুতিধর জামির বাড়ি সরকারি প্রাথমিক (হাজির স্কুল) বিদ্যালয়ে কাছে দোকানে বসেছিল। সে সময় একই এলাকার জহুরুল হকের ছেলে পলাশ (২৫) ছোটনকে স্কুল মাঠে ডেকে নিয়ে গিয়ে উপর্যপরি ছুরিকাঘাত করে।
এ সময় ছোটন চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশেপাশের লোকজন এসে ছোটনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পলাশকে আটক করে। পরে গুরুতর আহতাবস্থায় ছোটনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আটককৃত পলাশকে কালীগঞ্জ থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
বরগুনার বেতাগীতে এবার মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে সচেতন করতে মাইকিং করেছে বিএনপি। আজ মঙ্গলবার পৌর শহরসহ উপজেলার সাতটি ইউনিয়নে এ প্রচার চালানো হয়। বিষয়টিকে ইতিবাচক বলছেন স্থানীয় বাসিন্দারা।
৮ মিনিট আগেরাজশাহীতে দলীয় সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শাহজাহান আলী (৪৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে পবা উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল...
১৪ মিনিট আগেআনসার সদস্য ওমর ফারুক বলেন, ‘বহির্বিভাগে ডিউটির সময় দুপুরে ওই ব্যক্তিকে বড় একটি ব্যাগ কাঁধে নিয়ে বের হতে দেখে সন্দেহ হয়। পরে তাঁকে ডাক দিলে তিনি দ্রুত হাসপাতালের বাইরের দিকে যেতে থাকেন। আমিও দ্রুত গিয়ে তাঁকে ধরে ফেলি এবং ব্যাগের মধ্যে ইনজেকশনের কার্টন দেখতে পাই। পরে তাঁকে হাসপাতালের পরিচালকের কক্ষে
১৭ মিনিট আগেফরিদপুরের সদরপুরে কলেজে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সদরপুর-কৃষ্ণপুর সড়কের মোল্লাবাড়ি জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। , কলেজছাত্র, মোটরসাইকেল, ফরিদপুর, সদরপুর, দুর্ঘটনা, অটোরিকশ
৩৩ মিনিট আগে