Ajker Patrika

মানুষ জেগেছে, তরুণদের নেতৃত্বে বাংলাদেশ মুক্ত করব: মির্জা ফখরুল

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২১: ৪৮
মানুষ জেগেছে, তরুণদের নেতৃত্বে বাংলাদেশ মুক্ত করব: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। মানুষ ঘুরে দাঁড়িয়েছে, ইনশা আল্লাহ এই জাগরণের মধ্য দিয়ে তরুণদের নেতৃত্বে বাংলাদেশকে মুক্ত করব। ভোটের অধিকার প্রতিষ্ঠা করব।’ 

আজ শনিবার সন্ধ্যায় দিনাজপুর শহরের বড়ইল এলাকায় ট্রাক টার্মিনাল মাঠে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের রোডমার্চ কর্মসূচি শেষে জনসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। জনসভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। 

ভারতের একটি সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র এখন লাইভ সাপোর্টে রয়েছে। বিগত দুটি নির্বাচন রাতের আঁধারে আয়োজন করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে বর্তমান সরকার। আগামীতেও একটি পাতানো নির্বাচন আয়োজনের লক্ষ্যে নিজেদের ইচ্ছেমতো জেলায় জেলায় ডিসি-এসপি পদায়ন করছে।’ 

দিনাজপুরকে ঐতিহ্যবাহী জেলা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সমাবেশস্থলের পাশেই চেহেলগাজী মাজারে শতাধিক একাত্তরের বীর শহীদ শুয়ে আছেন। বিএনপির চেয়ারপারসনের বাড়িও এই জেলায়। তেভাগা আন্দোলনের জনপদ এই দিনাজপুর। আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এই জেলার মানুষ তাদের অধিকার আদায় করতে জানে।’ 

মির্জা ফখরুল আরও বলেন, ‘গত কয়েক বছর ধরে আমরা বলে আসছি এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আজকে শুধু বিএনপি নয়, সরকারের সঙ্গে থাকা শরিক দলসহ দেশের সব রাজনৈতিক দল, এমনকি পৃথিবীর প্রায় সব দেশ বলছে বাংলাদেশের গণতন্ত্র নীরবে ধ্বংস হয়েছে। অতীতের দুটো নির্বাচন সুষ্ঠু হয়নি। এবারের নির্বাচন সুষ্ঠু হতে হবে।’ 

মির্জা ফখরুল আরও বলেন, ‘বিদেশের মানুষ শুনলে আশ্চর্য হন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় প্রায় ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে মাঠশূন্য করার পাঁয়তারা করছে।’ 

ভোটের অধিকার দেশের নাগরিকদের মৌলিক অধিকার বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ভোটের অধিকার আদায়ে কারও ওপরে বিএনপি নির্ভরশীল নয়। তারুণ্যের নেতৃত্বে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। সরকারের পতন ঘটিয়ে সুষ্ঠু ভোটের আয়োজন করব।’ 
 
রোডমার্চ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ প্রমুখ। 

সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ আলম। 

এর আগে ১৫ থেকে ২০ হাজার মোটরসাইকেল শোভাযাত্রাসহ রংপুর থেকে রোডমার্চটি দিনাজপুরে প্রবেশ করে। এ সময় সৈয়দপুর ও দিনাজপুরের রানীরবন্দরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত