হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল মিতালী এক্সপ্রেস ট্রেন। রেললাইনের ওপর ভারতীয় পণ্যবাহী ট্রাক আটকে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়। এ সময় আধা ঘণ্টা আমদানি–রপ্তানি বন্ধ ছিল।
বাংলাদেশে প্রবেশ করার সময় ভারত থেকে আমদানি করা পাথর নিয়ে আসা ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে রেললাইনের ওপর আড়াআড়িভাবে দাঁড়িয়ে যায়। রেললাইন থেকে ট্রাকটিকে সারানোর জন্য স্থানীয় লোকজন চেষ্টা করেও ব্যর্থ হন। এরই মধ্যে বিরামপুর থেকে ছেড়ে আসা মিতালি এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। লাল পতাকা দেখালে ট্রেনটি ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে দাঁড়িয়ে যায়।
আজ রোববার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত চেষ্টা করার পর ট্রাকের ইঞ্জিন সচল করা সম্ভব হয়। এরপর সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান ও সৌরভ হোসেন জানান, ভারতীয় ফিটনেসবিহীন ট্রাকগুলোতে অতিরিক্ত পণ্য আসার কারণে রেললাইনের ওপর প্রায়ই বিকল হয়ে যায়। এরপরও ব্যবসায়ীরা কোনো পদক্ষেপ নেন না এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
হিলির স্টেশন মাস্টার তপন কুমার জানান, রেললাইনের ওপর ভারতীয় ট্রাক বিকল হওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মিতালী এক্সপ্রেস ট্রেনটি। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার ব্যবসায়ীদের বিষয়টি জানানো হলেও তাঁরা কোনো পদক্ষেপ নেন না। ভারত থেকে ফিটনেসবিহীন গাড়িতে পণ্য আমদানি করার কারণে প্রায়ই দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হচ্ছে।
দিনাজপুরের হিলিতে বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল মিতালী এক্সপ্রেস ট্রেন। রেললাইনের ওপর ভারতীয় পণ্যবাহী ট্রাক আটকে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়। এ সময় আধা ঘণ্টা আমদানি–রপ্তানি বন্ধ ছিল।
বাংলাদেশে প্রবেশ করার সময় ভারত থেকে আমদানি করা পাথর নিয়ে আসা ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে রেললাইনের ওপর আড়াআড়িভাবে দাঁড়িয়ে যায়। রেললাইন থেকে ট্রাকটিকে সারানোর জন্য স্থানীয় লোকজন চেষ্টা করেও ব্যর্থ হন। এরই মধ্যে বিরামপুর থেকে ছেড়ে আসা মিতালি এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। লাল পতাকা দেখালে ট্রেনটি ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে দাঁড়িয়ে যায়।
আজ রোববার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত চেষ্টা করার পর ট্রাকের ইঞ্জিন সচল করা সম্ভব হয়। এরপর সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান ও সৌরভ হোসেন জানান, ভারতীয় ফিটনেসবিহীন ট্রাকগুলোতে অতিরিক্ত পণ্য আসার কারণে রেললাইনের ওপর প্রায়ই বিকল হয়ে যায়। এরপরও ব্যবসায়ীরা কোনো পদক্ষেপ নেন না এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
হিলির স্টেশন মাস্টার তপন কুমার জানান, রেললাইনের ওপর ভারতীয় ট্রাক বিকল হওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মিতালী এক্সপ্রেস ট্রেনটি। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার ব্যবসায়ীদের বিষয়টি জানানো হলেও তাঁরা কোনো পদক্ষেপ নেন না। ভারত থেকে ফিটনেসবিহীন গাড়িতে পণ্য আমদানি করার কারণে প্রায়ই দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হচ্ছে।
বগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২২ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
৩১ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
১ ঘণ্টা আগে