Ajker Patrika

বীরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাড়িতে আগুন 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ২২: ৫৮
বীরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাড়িতে আগুন 

দিনাজপুরের বীরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মেয়ের মা-বাবার ওপর হামলা চালিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঘটনাটি ঘটে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে। হামলায় আহত মেয়ের বাবা মানিক হোসেন ও মা শিরিনা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ থানার এসআই তৌহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ছয় মাস আগে পলাশবাড়ীর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের কর্মচারী মানিক হোসেনের দশম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে প্রেমের প্রস্তাব দেয় একই ইউনিয়নের ঝলঝলি গ্রামের আব্দুল রশিদের ছেলে বাবু।

মেয়েটি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাবু বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করা শুরু করে। এ ঘটনায় মেয়ের অভিভাবকেরা বাবুকে সতর্ক করে। তারই জের ধরে পরিকল্পিতভাবেই গতকাল রাতে বাবু তার সহযোগী আলমগীর, ওসমানসহ প্রায় ১০ জনের একটি দল নিয়ে এ ঘটনা ঘটায়। এ সময় স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার ৩০ মিনিট আগে বাবুর ফুপা ওসমান আলী আমাকে মোবাইল ফোনে নানা ধরনের হুমকি দেয়। তারা সরাসরি চুরিসহ নানান অপকর্মের সঙ্গে জড়িত। চুরির অপরাধে তাদের একাধিকবার পুলিশ আটক করেছে। তাদের অপকর্মে আমরা উদ্বিগ্ন ও আতঙ্কিত।’

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক এসআই তৌহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত