Ajker Patrika

ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি
ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে জান্নাতি (৫) নামে এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে ইউনিয়নের রলাকাটার চর সংলগ্ন ব্রহ্মপুত্র নদে নিখোঁজের পর স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। তবে আজ রোববার বিকেল পর্যন্ত খোঁজ মেলেনি জান্নাতির।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। নিখোঁজ জান্নাতি রলাকাটা চরের জাহাঙ্গীর আলমের মেয়ে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গ্রামের অন্য শিশুদের সঙ্গে জান্নাতি শনিবার দুপুরেও বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। নদে খেলাচ্ছলে গোসল করতে করতে হঠাৎ সে বেশি পানিতে গেলে ডুবে যায়। বিষয়টি অন্য শিশুসহ স্থানীয়দের নজরে আসলে স্থানীয়রা উদ্ধার কাজ শুরুর পাশাপাশি কুড়িগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে পৌঁছে রাত ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও জান্নাতিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল থেকে শিশু জান্নাতির পরিবারের লোকজন নৌকা ও জাল দিয়ে উদ্ধার তৎপরতা চালালেও বিকেল পর্যন্ত জান্নাতির কোনো খোঁজ পাওয়া যায়নি।

চেয়ারম্যান আইয়ুব আলী সরকার জানান, শিশুটি গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়েছে। তবে রোববার বিকেল পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত