Ajker Patrika

এমপিকে বিদায় করার হুমকি দিয়ে গ্রেপ্তার-আতঙ্কে কাউন্সিলর

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৪, ১৬: ২৮
এমপিকে বিদায় করার হুমকি দিয়ে গ্রেপ্তার-আতঙ্কে কাউন্সিলর

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে বিতাড়িত করার হুমকি দিয়ে এবার গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন ঠাকুরগাঁও পৌরসভার প্যানেল মেয়র ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী। যে কোনো গ্রেপ্তার হওয়ার আশঙ্কা নিয়ে তিনি প্রস্তুত রয়েছেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন। 

আজ শুক্রবার আ. লীগ নেতা কাইয়ুম চৌধুরী বলেন, ‘উপজেলা নির্বাচনে এমপি রমেশ চন্দ্র সেন এক প্রার্থীর হয়ে পক্ষপাত করায়, মনের ক্ষোভ প্রকাশ করে এক সভায় বক্তব্য দিয়েছিলাম। ওই বক্তব্যের রেশ ধরে এখন বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা আমার নামে ছড়ানো হচ্ছে। এ মুহূর্তে সত্যি কথা বলার জন্য যদি জেল জরিমানা হয়, তাহলে হবে।’ 

গতকাল বৃহস্পতিবার সংসদ সদস্যকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও হুমকির প্রতিবাদে সদরের রুহিয়া থানা এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রুহিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। ওই সমাবেশ থেকে আওয়ামী লীগ নেতারা প্যানেল মেয়রকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।

তবে, ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, ‘এটা রিটার্নিং অফিসারের বিষয়। হুমকির বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।’ 

এ বিষয়ে রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সেন আজকের পত্রিকাকে বলেন, ‘এমপিকে হুমকির ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।’ 

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা সোলেমান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেল প্রার্থীর সমর্থিত উসমান গনি নামে এক ব্যক্তি অভিযোগটি দিয়েছেন। এটি তদন্ত করা হচ্ছে।’ 

এর আগে ১২ মে সন্ধ্যায় শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অরুনাংশু দত্ত টিটোর প্রচারণা সভায় বক্তব্য দেন পৌর কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরী। ওই সভায় এমপি রমেশ চন্দ্র সেনের উদ্দেশে তিনি বলেন, ‘জীবনে তো ভোট করেনি, প্রতিদ্বন্দ্বিতাও করেনি কারও সঙ্গে। ওই অটোপাস এমপি সবাইকে হুমকি দিয়ে পৌর কাউন্সিলরদের বিভ্রান্ত করেছে। আবার কিছু কাউন্সিলর বাসস্ট্যান্ডে কথা বলেছে। কিন্তু তারা ঠিকই আছে, কোনো রকমে বিভ্রান্ত হয়নি।’ 

বক্তব্যের একপর্যায়ে এমপিকে উদ্দেশ করে কাইয়ুম চৌধুরী বলেন, ‘বেশি বাড়াবাড়ি করবেন না। ঠাকুরগাঁওয়ে আপনাদের ঠাঁই হবে না। ওই রমেশ সেনকে রুহিয়া থেকে ঠাকুরগাঁওয়ে টিটো দত্তই নিয়ে এসেছিল। আবার বিদায় করে দেব।’ 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলায় ভোটগ্রহণ ২১ মে। এ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো (আনারস প্রতীক), সদর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল প্রতীক), সহসভাপতি রওশনুল হক তুষার (ঘোড়া প্রতীক) ও সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান খোকন (কাপ-পিরিচ প্রতীক) নির্বাচন করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত