নীলফামারী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আজ শুক্রবার সকাল ১০টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। তবে কোনো ফ্লাইট বাতিলের আশঙ্কা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।’
ঘন কুয়াশার কারণে কোনো বিমানের ফ্লাইট বাতিলের আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন সুপ্লব কুমার ঘোষ।
সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, ‘আজ ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বিমানবন্দর অঞ্চল। সকাল ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার। সকাল সাড়ে ১০টায় দৃষ্টিসীমা ৩০০ মিটার এবং ৩০ মিনিটের ব্যবধানে বেলা ১১টায় তা ৭০০ মিটারে গিয়ে দাঁড়ায়।
বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার থাকতে হবে বলে জানান লোকমান হোসেন। তিনি বলেন, ‘ঘন কুয়াশা কেটে যেতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। এই অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।’
এদিকে বিমানবন্দরে আজ বেলা ১১টায় কথা হয় ঢাকাগামী যাত্রী নীলফামারী শহরের আতাউর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘সকাল ১০টা থেকে বিমানবন্দরে অবস্থান করছি। ঘনকুয়াশার কারণে বিমান চলাচল বন্ধ থাকায় সময়মতো ঢাকায় যেতে পারছি না।’
ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আজ শুক্রবার সকাল ১০টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। তবে কোনো ফ্লাইট বাতিলের আশঙ্কা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।’
ঘন কুয়াশার কারণে কোনো বিমানের ফ্লাইট বাতিলের আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন সুপ্লব কুমার ঘোষ।
সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, ‘আজ ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বিমানবন্দর অঞ্চল। সকাল ৯টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার। সকাল সাড়ে ১০টায় দৃষ্টিসীমা ৩০০ মিটার এবং ৩০ মিনিটের ব্যবধানে বেলা ১১টায় তা ৭০০ মিটারে গিয়ে দাঁড়ায়।
বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার থাকতে হবে বলে জানান লোকমান হোসেন। তিনি বলেন, ‘ঘন কুয়াশা কেটে যেতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। এই অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।’
এদিকে বিমানবন্দরে আজ বেলা ১১টায় কথা হয় ঢাকাগামী যাত্রী নীলফামারী শহরের আতাউর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘সকাল ১০টা থেকে বিমানবন্দরে অবস্থান করছি। ঘনকুয়াশার কারণে বিমান চলাচল বন্ধ থাকায় সময়মতো ঢাকায় যেতে পারছি না।’
বরিশাল আইএইচটিতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত, আটজন বহিষ্কার এবং একজনকে সতর্ক করা হয়েছে। শাস্তি নিশ্চিত করতে তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।
১৭ মিনিট আগেজেলার খবর, চট্টগ্রাম, নোয়াখালী, সুবর্ণচর, গৃহবধূ, লাশ উদ্ধার, স্বজন, অভিযোগ, পিটিয়ে হত্যা
২০ মিনিট আগেবাড়ি থেকে বের করে দেওয়ার পর কোণঠাসা করে রাখতে নিজের মাকে জামায়াতের রুকন বলে প্রচার করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তুরিন একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৩১ মিনিট আগেরাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হকের ছেলে রেজাউন-উল হক তরঙ্গকে (২৭) অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়। আজ সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে। তবে স্থানীয় যুবদল-ছাত্রদলের মধ্যস্থতায় তরঙ্গকে মুক্তি দেওয়া হয়।
১ ঘণ্টা আগে