বীরগঞ্জে ২ মরদেহ উদ্ধার, পঞ্চগড় থেকে ভেসে আসা বলে ধারণা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
Thumbnail image

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর গ্রামের বলদিয়া ঘাটে এক শিশুর ও আত্রাই নদীর শাখা বীরগঞ্জ পৌর শহরের ঢেপা নদীর স্লুইচগেট এলাকায় একজন নারীর ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে শিশুটির এবং বেলা ১২টার দিকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশের ধারণা, গতকাল রোববার পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে, উদ্ধার হওয়া এই নারী ও শিশুটিও হতে পারে।

এলাকাবাসী মরদেহ দুটি দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে বীরগঞ্জ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে যে গতকাল পঞ্চগড় জেলার বোদা উপজেলার মারেয়া আউলিয়া ঘাটে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে এরাও হতে পারে। মরদেহগুলো উদ্ধার করে থানায় রাখা রয়েছে। তাদের পরিচয় খোঁজা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত