নিখোঁজের পরদিন ধান খেতে মিলল শিক্ষার্থীর গলাকাটা লাশ  

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ১৩: ০৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে ধান খেত থেকে আব্দুল আউয়াল (২৩) নামের এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান সংলগ্ন চৌকিদারের ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

আব্দুল আউয়াল গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্মতত গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি ডিগ্রি শেষ বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। 

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, আব্দুল আউয়াল বুধবার সন্ধ্যায় ইফতার করে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়। রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেনি। রাত থেকেই পরিবারের লোকজন তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। 

বৃহস্পতিবার সকালে শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান সংলগ্ন চৌকিদারের ঘাট এলাকার একটি ধান খেতে আব্দুল আউয়ালের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল আউয়ালের গলাকাটা মরদেহ উদ্ধার করেন। 

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে দ্রুত চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত