Ajker Patrika

১৮ বছর ধরে জব্দকৃত ৫০ ট্রাক পণ্য ধ্বংস করল হিলি কাস্টমস

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
১৮ বছর ধরে জব্দকৃত ৫০ ট্রাক পণ্য ধ্বংস করল হিলি কাস্টমস

দিনাজপুরের হিলি স্থলবন্দরের গুদামে ১৮ বছর ধরে জমে থাকা বিভিন্ন সংস্থার জব্দকৃত পণ্যগুলো ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।

আজ সোমবার দুপুরে কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে হিলির জালালপুর শ্মশানের পার্শ্বে মাটি খুঁড়ে এ সব পণ্যে আগুন লাগিয়ে দিয়ে ধ্বংস করা হয়।

হিলি কাস্টমস কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৪ সাল থেকে ২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত ৬ হাজার ৫৫টি মামলার বিপরীতে থাকা সার, কীটনাশক, পাটের বীজ, ভারতীয় বিভিন্ন ধরনের ট্যাবলেট, কসমেটিক, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্যসহ ৫০ ট্রাক পণ্য ধ্বংস করা হয়েছে। এ সময় সেখানে হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার বায়জিদ হোসেন, পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক ছামিউল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক শাহ নেওয়াজ, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক উপেন্দ্রনাথ হালদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

১৮ বছর ধরে জব্দকৃত ৫০ ট্রাক পণ্য ধ্বংস করল হিলি কাস্টমহিলি কাস্টমসের উপকমিশনার বায়জিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন থেকে এসব মালামাল হিলি কাস্টমস গোডাউনে জমা ছিল। মালামালগুলো ধ্বংস করার জন্য তাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা মালামালগুলো ধ্বংস করলেন। কত টাকার মালামাল তাঁরা ধ্বংস করেছেন সে বিষয়ে তারা এখনো অ্যাসেসমেন্ট করেননি। তবে সব মিলিয়ে প্রায় ৫০ ট্রাক পণ্য হবে।’

ধ্বংসকৃত পণ্যের মধ্যে ভারতীয় বিভিন্ন ধরনের ট্যাবলেট, মেয়াদোত্তীর্ণ পাটের বীজ, কসমেটিক, সারসহ বিভিন্ন খাদ্যদ্রব্য রয়েছে বলেও জানান কাস্টমস কর্মকর্তা বায়জিদ হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত