Ajker Patrika

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ঢুকল বসত ঘরে 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৮: ২২
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ঢুকল বসত ঘরে 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দূরপাল্লার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসত ঘরে ঢুকে পড়েছে। এতে বাড়ির কেউ হতাহত না হলেও বাস চালকের সহকারী মারাত্মক আহত হয়েছেন। আজ রোববার উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের সড়ককাটা এলাকায় এই ঘটনা ঘটে। 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি।’ 

বাসযাত্রী আবুল কাশেম বলেন, ‘ঢাকা থেকে ভূরুঙ্গামারীর উদ্দেশ্যে ছেড়ে আসা মাইশা পরিবহনের বাসটি সড়ককাটা এলাকায় একটি অটো রিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। চালক বাসটিকে সড়কের বাম দিক সরিয়ে নিলে ট্রাকটি বাসের পেছনে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। 

 ভূরুঙ্গামারীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাড়িতেএ সময় বাসচালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটির সামনের অংশ সড়কের পাশের ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এ ঘটনায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।’ 

তিনি বলেন, ‘আমরা বাসের জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসি। বাস চালকর সহকারী দেয়ালের ইটরে নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন।’ 

 ভূরুঙ্গামারীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাড়িতেক্ষতিগ্রস্ত ঘরের মালিক আসর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৯টার দিকে মাইশা পরিবহনের একটি বাস আমার ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় ঘরের ভেতরে কেউ ছিল না। বাস ঘরের ভেতর ঢুকে পড়ায় ঘরে দেয়াল ও আসবাবপত্র ভেঙে গেছে।’ 

মাইশা পরিবহনর ভূরুঙ্গামারী কাউন্টার (ম্যানেজার) ব্যবস্থাপক নুরআলম আজকের পত্রিকাকে বলেন, ‘বাস চালকের সহকারী নাহিদ (২১) মারাত্মক আহত হয়ে হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত