হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে সাদ্দাম হোসেন (৩২) নামেন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার ঘুটিয়ামঙ্গল গ্রামের কাশিয়ার মেলা সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলারের নিকট এ ঘটনা ঘটে। পরে দুপুরে হাতীবান্ধা থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত সাদ্দাম হোসেন উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার ঘুটিয়ামঙ্গল গ্রামের আছির উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার (২৬ নভেম্বর) রাতে চোরাকারবারিদের একটি দলের সঙ্গে ভারতীয় গরু পারাপারের জন্য গোতামারী ইউনিয়নের ওই সীমান্তে যান সাদ্দাম হোসেন। এ সময় ভারতীয় নৌহাটি কাসারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁকে আটক করেন। এরপর তাঁকে নির্যাতন করে মুমূর্ষু অবস্থা সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলারের নিকট ফেলে রেখে যান বিএসএফ সদস্যরা। খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সাদ্দাম হোসেনের বাবা আছির উদ্দিন বলেন, ‘সকালে খবর পেয়ে সীমান্ত থেকে আহত অবস্থায় উদ্ধার করে আনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পরে জানতে পারি তাকে বিএসএফ আটক করে মারধর করেছে।’
এ বিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাব্বেরুল ইসলাম মোনা বলেন, ‘খবর পেয়ে সাদ্দাম হোসেনের বাড়িতে গিয়েছিলাম। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া পুলিশ মরদেহটি উদ্ধার থানায় নিয়ে যায়।’
এ বিষয়ে লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস বলেন, ‘মরদেহর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তৌহিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সাদ্দাম হোসেন সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হন এবং এ সময় তারা সাদ্দামকে নির্যাতন করে সীমান্তে ফেলে চলে যায় শুনেছি। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’
লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে সাদ্দাম হোসেন (৩২) নামেন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার ঘুটিয়ামঙ্গল গ্রামের কাশিয়ার মেলা সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলারের নিকট এ ঘটনা ঘটে। পরে দুপুরে হাতীবান্ধা থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত সাদ্দাম হোসেন উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার ঘুটিয়ামঙ্গল গ্রামের আছির উদ্দিনের ছেলে।
পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার (২৬ নভেম্বর) রাতে চোরাকারবারিদের একটি দলের সঙ্গে ভারতীয় গরু পারাপারের জন্য গোতামারী ইউনিয়নের ওই সীমান্তে যান সাদ্দাম হোসেন। এ সময় ভারতীয় নৌহাটি কাসারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁকে আটক করেন। এরপর তাঁকে নির্যাতন করে মুমূর্ষু অবস্থা সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলারের নিকট ফেলে রেখে যান বিএসএফ সদস্যরা। খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সাদ্দাম হোসেনের বাবা আছির উদ্দিন বলেন, ‘সকালে খবর পেয়ে সীমান্ত থেকে আহত অবস্থায় উদ্ধার করে আনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পরে জানতে পারি তাকে বিএসএফ আটক করে মারধর করেছে।’
এ বিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাব্বেরুল ইসলাম মোনা বলেন, ‘খবর পেয়ে সাদ্দাম হোসেনের বাড়িতে গিয়েছিলাম। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া পুলিশ মরদেহটি উদ্ধার থানায় নিয়ে যায়।’
এ বিষয়ে লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস বলেন, ‘মরদেহর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ছাড়া ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তৌহিদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সাদ্দাম হোসেন সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে আটক হন এবং এ সময় তারা সাদ্দামকে নির্যাতন করে সীমান্তে ফেলে চলে যায় শুনেছি। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’
কুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
৭ মিনিট আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
১২ মিনিট আগেকুমিল্লা নগরীর রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁর কর্মী তোফাজ্জল হোসেন। অর্থের অভাবে লেখাপড়ার সুযোগ হয়ে ওঠেনি তাঁর। ১৩ বছর বয়সে কাজ শুরু করেন রেস্তোরাঁয়।
১৫ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৯ ঘণ্টা আগে