পঞ্চগড়ে ট্রাক-ট্রলির সংঘর্ষে ২ জনের মৃত্যু

রংপুর প্রতিনিধি
Thumbnail image

পঞ্চগড়ের বোদায় ট্রাক–ট্রলির মুখোমুখি সংঘর্ষে পথচারী নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত চারজন। আজ বুধবার উপজেলার বোদা–দেবীগঞ্জ মহাসড়কের কলাপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন–বোদা পৌরসভার সর্দারপাড়া গ্রামের সাফিরের স্ত্রী পথচারী নুরজাহান (৬০) ও একই উপজেলার মাজগ্রাম এলাকার মানিক ইসলামের ছেলে জাহিদ ইসলাম (২৫)। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাক–ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনায় একজন নারী ও একজন পুরুষ মারা গেছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দুইটি উদ্ধারের কাজ চলছে।’ 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ থেকে পঞ্চগড়গামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে থাকা একজন পথচারী নারীকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। একই সময় মারা যায় ট্রলির চালক জাহিদ। স্থানীয়দের সহায়তায় আহতের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত