Ajker Patrika

৪ জুন থেকে চিলাহাটি-ঢাকা রুটে চলাচল করবে ‘নীলফামারী এক্সপ্রেস’

নীলফামারী প্রতিনিধি
৪ জুন থেকে চিলাহাটি-ঢাকা রুটে চলাচল করবে ‘নীলফামারী এক্সপ্রেস’

আগামী ৪ জুন নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ‘নীলফামারী এক্সপ্রেস’ নামে নতুন একটি আন্তনগর ট্রেন সীমান্তবর্তী স্টেশন চিলাহাটি থেকে ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। ওই দিন সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তনগর ট্রেনটি উদ্বোধন করবেন। 

আজ সোমবার বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, চিলাহাটি-ঢাকা-চিলাহাটি রুটে এক জোড়া নতুন আন্তনগর ট্রেনের নাম ‘নীলফামারী এক্সপ্রেস’। চিলাহাটি থেকে ৮০৬ নম্বর ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে। অন্যদিকে ৮০৫ নম্বর ট্রেনটি বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা ছেড়ে চিলাহাটি পৌঁছাবে রাত ১টা ৪৫ মিনিটে। ট্রেনটিতে এসি বার্থ, স্নিগ্ধা ও শোভন চেয়ার শ্রেণির আসন বিন্যাসের ব্যবস্থা রয়েছে। লোকোমোটিভ ছাড়া ২২টি বগির ওপর থাকবে ১১টি কোচ।

এ ছাড়া ট্রেনটির উভয় চলাচলের ক্ষেত্রে ডোমার, নীলফামারী, সৈয়দপুর, পার্বতীপুর, জয়পুরহাট, সান্তাহার, ঈশ্বরদী বাইপাস ও বিমানবন্দরে যাত্রাবিরতি করবে। প্রতি শনিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে এবং চিলাহাটি স্টেশনে ট্রেনের ব্রেক বেজ, ওয়াটারিং ও ক্লিনিং করা হবে। 

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন ট্রেনটি ৪ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এর মাধ্যমে রাজধানীর সঙ্গে উত্তরের জেলা নীলফামারীর মানুষের যোগাযোগের পথ আরও সুগম হলো। পাশাপাশি এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি পূরণ হলো।’

উল্লেখ্য, এর আগে ২০০৭ সালে সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের মধ্যে আন্তনগর নীলসাগর এক্সপ্রেস চলাচল শুরু করে। পরে ওই ট্রেনটির গন্তব্য নীলফামারী থেকে চিলাহাটি পর্যন্ত করা হয়। নীলসাগর চালু হওয়ার পরে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে একাধিক ট্রেন চালু করা হলেও ঢাকা-চিলাহাটি রুটে একটি মাত্র নীলসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল করত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত