Ajker Patrika

গাইবান্ধায় নিখোঁজ শিশুর লাশ মিলল সেপটিক ট্যাংকে

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৯: ৪৭
গাইবান্ধায় নিখোঁজ শিশুর লাশ মিলল সেপটিক ট্যাংকে

গাইবান্ধা সদর উপজেলায় আব্দুল্লাহ মিয়া নামের ৮ মাস বয়সী এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। একটি সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর (নন্দীর ভিটা) গ্রামের মোস্তফা মিয়ার সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশু আব্দুল্লাহ মিয়া ওই গ্রামের মাহাবুর রহমান ও জোসনা বেগম দম্পতির ছেলে। 

স্বজনেরা জানান, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ শিশু আব্দুল্লাহ মিয়া নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে আজ সকালে পাশের বাড়ির সেপটিক ট্যাংকের পাশে একটি কাঁথা পড়ে থাকতে দেখা যায়। পরে সেখান থেকে আব্দুল্লাহ মিয়ার লাশ উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।

শিশুটির বাবা মাহবুবুর রহমান বলেন, ‘আমার শিশুটি হত্যার সঙ্গে কাউকে সন্দেহ করতে পারছি না। আমি কারও সঙ্গে এমন কোনো আচরণ করিনি যে আমার ছেলেকে হত্যা করে তার প্রতিশোধ নেবে। কেউ পূর্বশত্রুতার জেরে এমন কাজ করছে কি না আমি জানি না।’ 

শিশুটির চাচাতো ভাই মুন্না বলেন, ‘আমাদের ধারণা, আব্দুল্লাহকে অপহরণ করা হয়েছিল। কিন্তু সবাই মিলে সব জায়গায় খোঁজাখুঁজি করার কারণে তাকে তারা নিয়ে যেতে পারেনি। তাই হত্যা করে টয়লেটের ভেতরে রেখে গেছে।’ 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারে কাছে লাশ হস্তান্তর করা হয়। এ বিষয়ে পরিবারের কারও পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ থানায় করা হয়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত