Ajker Patrika

৯ মাস বন্ধের পর হিলিবন্দরে কাঁচা মরিচ আমদানি শুরু

হিলি স্থলবন্দর, প্রতিনিধি
৯ মাস বন্ধের পর হিলিবন্দরে কাঁচা মরিচ আমদানি শুরু

কাঁচা মরিচের বাজার স্থিতিশীল রাখতে ৯ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র বা আইপি দেওয়া হয়েছে। হিলি স্থলবন্দরের সততা বাণিজ্যালয় ও হিলি শিপিং ট্রেডার্স নামের দুটি আমদানি কারক প্রতিষ্ঠান প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পত্র বা আইপি পেয়েছে। আজ শনিবার দুপুরের পর বন্দর দিয়ে ৫ ট্রাকে প্রায় ৪২ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। 

ভারতের কুচবিহার ও বিহার থেকে এসব কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে আমদানিকারক এ দুটি প্রতিষ্ঠান।  

আমদানিকারক বাবলু রহমান জানান, সরকার কাঁচা মরিচ আমদানি অনুমতি পত্র দেওয়ার পর তারা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করছেন। দেশের বাজারে কাঁচা মরিচের দাম ২০০ থেকে ২৫০ টাকা ছাড়িয়ে গেছে। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি স্বাভাবিক থাকলে কাঁচা মরিচের দাম অচিরেই কমে আসবে। শনিবার হিলি স্থলবন্দর দিয়ে পাঁচটি ট্রাকে ৪২ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। বন্দরে পাইকারপত্র কম থাকায় আমদানি করা এসব কাঁচা মরিচ নিজ চালানে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন তারা। তারা আশা করছেন দুই চার দিনের ভেতরে কাঁচামরিচের দাম অনেকটাই কমে আসবে। 

হিলি স্থলবন্দর দিয়ে পাঁচটি ট্রাকে ৪২ মেট্রিকটন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে। ছবি: আজকের পত্রিকাকাঁচামরিচ কিনতে আসা শফিকুল ইসলাম জানান, পাইকার পত্র কম থাকায় আমদানিকারকেরা এসব কাঁচা মরিচ বন্দরে বিক্রি না করে নিজ চালানে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছেন। আমদানি করা এসব কাঁচামরিচ বাজারে সরবরাহ হলে মরিচের দাম অনেকটা কমে আসবে। 

পানামা হিলি পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। শনিবার ৫ ট্রাকে প্রায় ৪২ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। আমদানি করা এসব পণ্য ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস করে নিয়ে যেতে পারে, এ জন্য বন্দর কর্তৃপক্ষ বাড়তি ব্যবস্থা করে রেখেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত