হিলি স্থলবন্দর, প্রতিনিধি
কাঁচা মরিচের বাজার স্থিতিশীল রাখতে ৯ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র বা আইপি দেওয়া হয়েছে। হিলি স্থলবন্দরের সততা বাণিজ্যালয় ও হিলি শিপিং ট্রেডার্স নামের দুটি আমদানি কারক প্রতিষ্ঠান প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পত্র বা আইপি পেয়েছে। আজ শনিবার দুপুরের পর বন্দর দিয়ে ৫ ট্রাকে প্রায় ৪২ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
ভারতের কুচবিহার ও বিহার থেকে এসব কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে আমদানিকারক এ দুটি প্রতিষ্ঠান।
আমদানিকারক বাবলু রহমান জানান, সরকার কাঁচা মরিচ আমদানি অনুমতি পত্র দেওয়ার পর তারা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করছেন। দেশের বাজারে কাঁচা মরিচের দাম ২০০ থেকে ২৫০ টাকা ছাড়িয়ে গেছে। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি স্বাভাবিক থাকলে কাঁচা মরিচের দাম অচিরেই কমে আসবে। শনিবার হিলি স্থলবন্দর দিয়ে পাঁচটি ট্রাকে ৪২ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। বন্দরে পাইকারপত্র কম থাকায় আমদানি করা এসব কাঁচা মরিচ নিজ চালানে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন তারা। তারা আশা করছেন দুই চার দিনের ভেতরে কাঁচামরিচের দাম অনেকটাই কমে আসবে।
কাঁচামরিচ কিনতে আসা শফিকুল ইসলাম জানান, পাইকার পত্র কম থাকায় আমদানিকারকেরা এসব কাঁচা মরিচ বন্দরে বিক্রি না করে নিজ চালানে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছেন। আমদানি করা এসব কাঁচামরিচ বাজারে সরবরাহ হলে মরিচের দাম অনেকটা কমে আসবে।
পানামা হিলি পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। শনিবার ৫ ট্রাকে প্রায় ৪২ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। আমদানি করা এসব পণ্য ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস করে নিয়ে যেতে পারে, এ জন্য বন্দর কর্তৃপক্ষ বাড়তি ব্যবস্থা করে রেখেছে।
কাঁচা মরিচের বাজার স্থিতিশীল রাখতে ৯ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র বা আইপি দেওয়া হয়েছে। হিলি স্থলবন্দরের সততা বাণিজ্যালয় ও হিলি শিপিং ট্রেডার্স নামের দুটি আমদানি কারক প্রতিষ্ঠান প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পত্র বা আইপি পেয়েছে। আজ শনিবার দুপুরের পর বন্দর দিয়ে ৫ ট্রাকে প্রায় ৪২ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
ভারতের কুচবিহার ও বিহার থেকে এসব কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে আমদানিকারক এ দুটি প্রতিষ্ঠান।
আমদানিকারক বাবলু রহমান জানান, সরকার কাঁচা মরিচ আমদানি অনুমতি পত্র দেওয়ার পর তারা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করছেন। দেশের বাজারে কাঁচা মরিচের দাম ২০০ থেকে ২৫০ টাকা ছাড়িয়ে গেছে। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি স্বাভাবিক থাকলে কাঁচা মরিচের দাম অচিরেই কমে আসবে। শনিবার হিলি স্থলবন্দর দিয়ে পাঁচটি ট্রাকে ৪২ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। বন্দরে পাইকারপত্র কম থাকায় আমদানি করা এসব কাঁচা মরিচ নিজ চালানে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন তারা। তারা আশা করছেন দুই চার দিনের ভেতরে কাঁচামরিচের দাম অনেকটাই কমে আসবে।
কাঁচামরিচ কিনতে আসা শফিকুল ইসলাম জানান, পাইকার পত্র কম থাকায় আমদানিকারকেরা এসব কাঁচা মরিচ বন্দরে বিক্রি না করে নিজ চালানে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছেন। আমদানি করা এসব কাঁচামরিচ বাজারে সরবরাহ হলে মরিচের দাম অনেকটা কমে আসবে।
পানামা হিলি পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। শনিবার ৫ ট্রাকে প্রায় ৪২ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। আমদানি করা এসব পণ্য ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস করে নিয়ে যেতে পারে, এ জন্য বন্দর কর্তৃপক্ষ বাড়তি ব্যবস্থা করে রেখেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৮ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১৭ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৩৮ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগে