Ajker Patrika

ভূরুঙ্গামারীতে মাদক কারবারের অভিযোগে ২ সহযোগীসহ সাবেক চেয়ারম্যান আটক

কুড়িগ্রাম ও ভূরুঙ্গামারী প্রতিনিধি
ভূরুঙ্গামারীতে মাদক কারবারের অভিযোগে ২ সহযোগীসহ সাবেক চেয়ারম্যান আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ তিনজনকে হেরোইনসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। 

আজ সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার গ্রামের সোনাতলী পুকুরপাড় গ্রামের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু জাফর। 

সহকারী পরিচালক আবু জাফর বলেন, ‘আটকের সময় তাঁদের কাছ থেকে দেড় গ্রাম হেরোইন, একটি ১৬০ সিসি মোটরসাইকেল ও দেড় হাজার টাকা জব্দ করা হয়েছে। ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ভূরুঙ্গামারী থানা–পুলিশের কাছে হস্তান্তর করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

গ্রেপ্তারকৃতরা হলেন—পাথরডুবি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু (৪২), বাগভান্ডার গ্রামের সোনাতলী পুকুরপাড় গ্রামের নুরুল ইসলাম (৩৮) ও হাছেন আলী (৪০)। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে তিনটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের সোনাতলী পুকুরপাড় গ্রামে নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় পরস্পর যোগসাজশে হেরোইন ক্রয়–বিক্রয়ের অভিযোগে উপজেলার পাথরডুবি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু ও বাড়ির মালিক নুরুল ইসলামসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। 

ভূরুঙ্গামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক চেয়ারম্যান মিঠুর বিরুদ্ধ মাদক সেবনের অভিযোগ রয়েছে বলে জানি। তবে আটক ব্যক্তিদের এখনও (রাত ৯ টা) আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত