গৃহশিক্ষকের থেকে উত্তরপত্র পেয়ে কেন্দ্রে ৩ শিক্ষার্থী, পরে ধরা 

দিনাজপুর ও বিরামপুর প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২৪, ২২: ০৬
Thumbnail image

চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দিনাজপুরের ঘোড়াঘাটে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় দায়িত্বে অবহেলার দায়ে পরীক্ষাকেন্দ্রের ছয়জন কক্ষ পরিদর্শককে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। 

আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার রাণীগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রের পৃথক তিনটি কক্ষের তিনজন পরীক্ষার্থীর কাছে থেকে প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল থাকা উত্তরপত্রের কপি পাওয়া যায়। এ সময় উত্তরপত্রের ফটোকপি জব্দ করে পরীক্ষাকেন্দ্রটির ট্যাগ অফিসার ও উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর শহিদুল ইসলাম। পরে তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানালে ওই কেন্দ্রে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। পরে এই কর্মকর্তাদের কাছে তিন পরীক্ষার্থী জানান, তাদের গৃহশিক্ষকের কাছ থেকে তারা এ উত্তরপত্রগুলো পেয়েছে। 

এ ঘটনায় ওই তিন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং কেন্দ্রটির পৃথক এই তিনটি কক্ষের দায়িত্বে থাকা ছয়জন কক্ষ পরিদর্শকে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত এই তিন পরীক্ষার্থীকে আগামী বছর নতুন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং অব্যাহতি পাওয়া ছয় কক্ষ পরিদর্শক এই বছরে পরীক্ষাকেন্দ্রে তা&দের দায়িত্ব পালন করতে পারবে না বলে জানিয়েছেন ইউএনও রফিকুল ইসলাম। 

ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ‘অসদুপায় অবলম্বন করা তিন পরীক্ষার্থী এক কিন্ডারগার্টেন (কেজি) স্কুলশিক্ষকের কাছে থেকে উত্তরপত্রের ফটোকপি পেয়েছে বলে আমাদের জানিয়েছেন। ওই শিক্ষকদের বিষয়ে আমরা অনুসন্ধান করছি। তাদের নজরদারিতে রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত