হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে পণ্য নিয়ে গন্তব্যে না পৌঁছে উধাও হওয়া ট্রাক ২১ দিন পর উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে ট্রাকের অধিকাংশ পণ্য।
এ ঘটনায় ট্রাকচালক, মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে বগুড়া ও গাইবান্ধায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ট্রাকচালক আনিছার মণ্ডল (৩৫), ট্রাকমালিক আল ইমরান (৩৬), ভুট্টা ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩৮)। ট্রাকমালিক ও চালকের বাড়ি বগুড়ার শিবগঞ্জে এবং সাইফুল ইসলামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।
পুলিশ বলছে, গত ২৫ জানুয়ারি রানা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যক্তির সাড়ে ১৫ টন ভুট্টা হিলি স্থলবন্দর থেকে লোড নেন ওই ট্রাকচালক আনিছার। ঢাকা আন্তজেলা ট্রান্সপোর্টের মাধ্যমে ভুট্টাগুলো নিয়ে ট্রাকে করে ঢাকার সাভারের উদ্দেশে যাওয়ার কথা ছিল। কিন্তু গন্তব্যে না পৌঁছে দিয়ে সেই ভুট্টাগুলো নিয়ে লাপাত্তা হন ট্রাকচালক আনিছার। বিষয়টি জানতে পেরে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাকচালক ও মালিককে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরে বগুড়ার মোকামতলা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধারসহ ট্রাকমালিক ও চালককে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক উধাও হওয়া ৭ হাজার ৮০০ কেজি ভুট্টা উদ্ধারসহ ক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আবু সায়েম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তিরা ভুয়া নম্বরপ্লেট লাগিয়ে বন্দর থেকে ভুট্টা লোড করে বাইরে গিয়ে সেই নম্বরপ্লেট খুলে ফেলেন। এরা একটি সংঘবদ্ধ চক্র। প্রায় সব বন্দরে তারা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। বাকি মালপত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে পণ্য নিয়ে গন্তব্যে না পৌঁছে উধাও হওয়া ট্রাক ২১ দিন পর উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে ট্রাকের অধিকাংশ পণ্য।
এ ঘটনায় ট্রাকচালক, মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে বগুড়া ও গাইবান্ধায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ট্রাকচালক আনিছার মণ্ডল (৩৫), ট্রাকমালিক আল ইমরান (৩৬), ভুট্টা ব্যবসায়ী সাইফুল ইসলাম (৩৮)। ট্রাকমালিক ও চালকের বাড়ি বগুড়ার শিবগঞ্জে এবং সাইফুল ইসলামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে।
পুলিশ বলছে, গত ২৫ জানুয়ারি রানা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যক্তির সাড়ে ১৫ টন ভুট্টা হিলি স্থলবন্দর থেকে লোড নেন ওই ট্রাকচালক আনিছার। ঢাকা আন্তজেলা ট্রান্সপোর্টের মাধ্যমে ভুট্টাগুলো নিয়ে ট্রাকে করে ঢাকার সাভারের উদ্দেশে যাওয়ার কথা ছিল। কিন্তু গন্তব্যে না পৌঁছে দিয়ে সেই ভুট্টাগুলো নিয়ে লাপাত্তা হন ট্রাকচালক আনিছার। বিষয়টি জানতে পেরে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাকচালক ও মালিককে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরে বগুড়ার মোকামতলা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধারসহ ট্রাকমালিক ও চালককে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক উধাও হওয়া ৭ হাজার ৮০০ কেজি ভুট্টা উদ্ধারসহ ক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আবু সায়েম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ব্যক্তিরা ভুয়া নম্বরপ্লেট লাগিয়ে বন্দর থেকে ভুট্টা লোড করে বাইরে গিয়ে সেই নম্বরপ্লেট খুলে ফেলেন। এরা একটি সংঘবদ্ধ চক্র। প্রায় সব বন্দরে তারা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। বাকি মালপত্র উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়ী থানার ২টি হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।
৫ মিনিট আগেক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। ওই বাসার সাবেক কেয়ারটেকারই ‘তল্লাশি’ করতে জনগণকে উসকানি দিয়েছে।
১৫ মিনিট আগেযশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার রওনক জাহান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে...
২৬ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে (১৯) দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল মঙ্গলবার রাতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দুজন হলেন টঙ্গী পূর্ব থানার মরকুন মাস্টারপাড়া...
৩২ মিনিট আগে