কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় সুফলা রানী (৭০) নামে এক বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল। গতকাল বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুশা হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত রজনী কান্ত রায়ের স্ত্রী।
আটক ব্যক্তিরা হলেন বড়ডুমরিয়া কামারপাড়া গ্রামের সুরজিত চন্দ্র রায়ের স্ত্রী অনিতা রানী রায় (৩৪), বিন্নাকুড়ি রুপনচানপাড়া গ্রামের মৃত ললিত চন্দ্র রায়ের স্ত্রী নির্মলা রানী রায় (৬১) ও কেদার চন্দ্র রায়ের ছেলে উজ্জ্বল চন্দ্র রায় (১৯)।
নিহতের স্বজন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল বিকেলে তাঁরা ট্রাক্টর দিয়ে নিহতের জমি চাষ করছিলেন। এ সময়ে তাঁরা বিষয়টি দেখতে পেয়ে বাধা দেন। পরে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে সুফলা রানীসহ দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সুফলা রানীর মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
নীলফামারীর কিশোরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় সুফলা রানী (৭০) নামে এক বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল। গতকাল বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুশা হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত রজনী কান্ত রায়ের স্ত্রী।
আটক ব্যক্তিরা হলেন বড়ডুমরিয়া কামারপাড়া গ্রামের সুরজিত চন্দ্র রায়ের স্ত্রী অনিতা রানী রায় (৩৪), বিন্নাকুড়ি রুপনচানপাড়া গ্রামের মৃত ললিত চন্দ্র রায়ের স্ত্রী নির্মলা রানী রায় (৬১) ও কেদার চন্দ্র রায়ের ছেলে উজ্জ্বল চন্দ্র রায় (১৯)।
নিহতের স্বজন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল বিকেলে তাঁরা ট্রাক্টর দিয়ে নিহতের জমি চাষ করছিলেন। এ সময়ে তাঁরা বিষয়টি দেখতে পেয়ে বাধা দেন। পরে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে সুফলা রানীসহ দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সুফলা রানীর মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
গাজীপুরের শ্রীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রো-ভিসি অধ্যাপক রাকিবুল ইসলাম বলেছেন, ‘দুর্ঘটনা তো আর বলে-কয়ে আসে না। এটা হঠাৎ ঘটে গেছে। এখন আমি মনে করব, কাউকে দোষ দেওয়ার চেয়ে ঘটনা উত্তরণে সবাইকে কাজ করতে হবে।
১ few সেকেন্ড আগেবিরামপুর উপজেলা থেকে বিশনী পাহান (৫৩) নামের এক সাঁওতাল নারীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ শনিবার সকালে কাটলা ইউনিয়নের দাউদপুর ময়নার মোড়ের অদূরে ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
২১ মিনিট আগেমাহিদ হাসান শিশির বলেন, ‘পেছনের বাস থেকে হঠাৎ করে ডাক চিৎকার করে বলছে, ‘‘তোমাদের কাছে পানি আছে দ্রুত পানি দাও। আমাদের বাসে আগুন লাগছে। পানি দাও
২২ মিনিট আগেমাছ বিক্রেতার স্ত্রী তিনি। স্বামীর মাছ বিক্রির লাভের টাকায় টেনেটুনে দিন চলত। সংসারে অভাব লেগেই থাকত। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। একটা অভাব মিটলে, নতুন করে হাজির হতো আরেকটি। ধারদেনা করেই চলতে হতো।
৩৩ মিনিট আগে