ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত শাহ আলমের (১৪) মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনে।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শাহ আলম মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন খোঁচাবাড়ী এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গণেশ রায়।
নিহত শাহ আলম সদরের বাঁশঘেরা গ্রামের হামিদুর রহমানের ছেলে। এর আগে, এদিন বিকেল সাড়ে ৪টার দিকে সদরের বড় খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এতে জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর এলাকার নুর ইসলামের ছেলে নয়ন ইসলাম (১৪) ও বেগুনবাড়ী এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (২৬) নিহত হন।
খোঁচাবাড়ী এলাকার বাদল মিয়া বলেন, ‘নয়নের জানাজা শেষ করে সন্ধ্যা সাড়ে ৭টায় খবর পাই তার বন্ধু শাহ আলম ও রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অল্প সময়ের ব্যবধানে দুটি মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী সুখে-দুঃখে এ দুই বন্ধু পাশে থাকত সব সময়।’
বেগুনবাড়ী ইউপি চেয়ারম্যান বনি আমিন বলেন, এই দুর্ঘটনায় তাঁর ইউনিয়নের সেন্টারপাড়া এলাকার মোস্তাফিজুর ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, সদরের বেগুনবাড়ী-বড় খোঁচাবাড়ী সড়কের দৌলতপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যায়। এ সময় স্থানীয় লোকজন মোস্তাফিজুর ও তাঁর সঙ্গীদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পর মোস্তাফিজুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় গুরুতর আহত তিন মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠিয়ে দেন চিকিৎসক। এ বিষয়ে সড়ক আইনে মামলা প্রক্রিয়াধীন।
ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত শাহ আলমের (১৪) মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনে।
আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শাহ আলম মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন খোঁচাবাড়ী এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গণেশ রায়।
নিহত শাহ আলম সদরের বাঁশঘেরা গ্রামের হামিদুর রহমানের ছেলে। এর আগে, এদিন বিকেল সাড়ে ৪টার দিকে সদরের বড় খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এতে জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর এলাকার নুর ইসলামের ছেলে নয়ন ইসলাম (১৪) ও বেগুনবাড়ী এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (২৬) নিহত হন।
খোঁচাবাড়ী এলাকার বাদল মিয়া বলেন, ‘নয়নের জানাজা শেষ করে সন্ধ্যা সাড়ে ৭টায় খবর পাই তার বন্ধু শাহ আলম ও রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অল্প সময়ের ব্যবধানে দুটি মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী সুখে-দুঃখে এ দুই বন্ধু পাশে থাকত সব সময়।’
বেগুনবাড়ী ইউপি চেয়ারম্যান বনি আমিন বলেন, এই দুর্ঘটনায় তাঁর ইউনিয়নের সেন্টারপাড়া এলাকার মোস্তাফিজুর ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, সদরের বেগুনবাড়ী-বড় খোঁচাবাড়ী সড়কের দৌলতপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যায়। এ সময় স্থানীয় লোকজন মোস্তাফিজুর ও তাঁর সঙ্গীদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পর মোস্তাফিজুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় গুরুতর আহত তিন মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠিয়ে দেন চিকিৎসক। এ বিষয়ে সড়ক আইনে মামলা প্রক্রিয়াধীন।
মাগুরায় শিশুটিকে নির্যাতনের ঘটনা নিয়ে ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে আজ শনিবার দিনভর বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। আজ শনিবার সকালে জানা গেছে...
৪ মিনিট আগেমাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে আজ শনিবার দিনভর বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে। গতকাল বিক্ষুব্ধ মানুষ থানাও ঘেরাও করতে গেলে সেনাবাহিনীর উপস্থিতিতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
২ ঘণ্টা আগেনিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ প্রশাসন। গতকাল শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করা হয়।
২ ঘণ্টা আগেময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। এ কারণে আজ শনিবার সকাল ১০টা থেকে ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
২ ঘণ্টা আগে