Ajker Patrika

লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে দিনাজপুরে ঈদের নামাজ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানের ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন। ছবি: আজকের পত্রিকা
দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানের ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন। ছবি: আজকের পত্রিকা

লক্ষাধিক মুসল্লি নিয়ে দেশের সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে ঈদুল ফিতরের নামাজ সম্পন্ন হয়েছে। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আজ সোমবার সকাল ৯টা ১০ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের ইমামতি করেন সদ্য নিয়োগপ্রাপ্ত হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।

২২ একর বিস্তীর্ণ গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের আগেই দিনাজপুর শহর-সদরসহ জেলার অন্যান্য উপজেলার মুসল্লিরা দলে দলে ময়দানে উপস্থিত হন। নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। মুসল্লিদের জন্য কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা মাঠজুড়ে জোরদার করা হয়। বিশেষ করে ঈদগাহ মাঠে একাধিক ওয়াচ টাওয়ার স্থাপন করে সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়। ড্রোনের সাহায্যে ওপর থেকে মাঠের চারদিকে নজরদারি অব্যাহত রাখা হয়।

এ ছাড়া ঈদগাহ ময়দানের চারদিকে পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিবি পুলিশ, সাদা পোশাক পরিহিত তিন শতাধিক সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। ঈদগাহ ময়দানের মিনার-সংলগ্ন পশ্চিম পাশে অজুখানার ব্যবস্থা ছিল এবং সেখানে মুসল্লিরা অজু করে জায়নামাজ নিয়ে ঈদগাহ মাঠে প্রবেশ করে।

বিশাল এই ঈদগাহ ময়দানের চারদিকে ২১টি নয়নাভিরাম ফটক নির্মাণ করা হয়েছিল। সেই ফটক দিয়ে মুসল্লিরা প্রবেশ করেন। মাঠের চারদিকে ২৫০টি মাইক স্থাপন করা হয়, যাতে মুসল্লিরা ইমামের বয়ান শুনতে পারেন।

এই নামাজে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হোসাইন মারুফসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, এ ছাড়া কয়েকটি জেলা থেকে মুসল্লিরা ঈদের নামাজে অংশগ্রহণ করেন।

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম নামাজের আগেই মুসল্লিদের উদ্দেশে বলেন, এক লক্ষাধিক মুসল্লি এই ঈদগাহে নামাজে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। দিনাজপুরসহ আশপাশের প্রায় কয়েকটি জেলা থেকে মুসল্লিরা এই গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদের নামাজ আদায় করতে আসায় মাঠের পরিপূর্ণ হয়ে যায়।

খুতবায় ইমাম মাওলানা মাহফুজুর রহমান বলেন, পবিত্র রমজানের শিক্ষা কাজে লাগিয়ে আমরা যদি আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে একটি সুদমুক্ত, ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত সুখী বাংলাদেশ গড়ে তুলতে পারব।

পরিশেষে মোনাজাতে তিনি ফিলিস্তিনসহ সমগ্র মুসলিম বিশ্বের জন্য আল্লাহর রহমত কামনা করেন। সেই সঙ্গে তিনি ১৯৭১ সালের মহান শহীদ ও জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত