কুড়িগ্রাম প্রতিনিধি
শেরপুর সদরে বিনা মূল্যে বিতরণের জন্য নির্ধারিত ট্রাকভর্তি মাধ্যমিক পর্যায়ের ৯ হাজার বই জব্দ করা হয়েছে। এ ঘটনায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এক পিয়নকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ওই পিয়নকে আটক করা হয়। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে উপজেলা প্রশাসন।
আটক পিয়নের নাম জামাল হোসেন (৪৬)। তিনি রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পিয়ন পদে কর্মরত। উপজেলার সিজি জামান সরকারি উচ্চবিদ্যালয়ের পরিত্যক্ত দুটি কক্ষ বইয়ের স্টোর রুম হিসেবে ব্যবহার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সেই দুটি কক্ষের দায়িত্বে ছিলেন জামাল হোসেন।
জানা গেছে, বুধবার রাতে শেরপুর সদর উপজেলায় বইভর্তি একটি ট্রাক জব্দ করে পুলিশ; যেখানে সরকারিভাবে বিতরণের জন্য বরাদ্দকৃত মাধ্যমিক পর্যায়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির ৯ হাজার সরকারি বই পাওয়া গেছে। বইগুলো কুড়িগ্রামের রৌমারী সিজি জামান সরকারি উচ্চবিদ্যালয় চত্বর থেকে নেওয়া হয়েছিল বলে প্রাথমিক তথ্যের বরাতে জানায় শেরপুর থানা-পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, ‘শেরপুর থানায় আটক বইয়ের সূত্র ধরে ওই থানা-পুলিশকে সহযোগিতা করতে জামাল নামের এক পিয়নকে আটক করা হয়েছে। শেরপুর থানা-পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঠিক কোথায় থেকে বইগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্তে বের হয়ে আসবে।’ তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে আর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন ওসি।
সিজি জামান সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বলেন, ‘বইগুলো আমাদের স্কুলের জন্য বরাদ্দের নয়। কারণ আমরা প্রায় সব বই বিতরণ করেছি। তবে স্কুল চত্বরে মাধ্যমিক শিক্ষা অফিসের বইয়ের স্টোর রুম রয়েছে। স্কুলের নৈশপ্রহরী জানিয়েছেন যে স্কুল চত্বরে কোনো ট্রাক প্রবেশ করেনি। এ ছাড়া স্কুল ক্যাম্পাস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি বিষয়টি তদন্ত শুরু করছে।’
এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে উপজেলা প্রশাসন। তবে কমিটিতে মাধ্যমিক শিক্ষা অফিসের কোনো সদস্য রাখা হয়নি বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে রৌমারী ইউএনওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামসুল আলম বলেন, ‘খবর পাওয়ার পর উপজেলা কর্মকর্তাকে বইয়ের স্টক মিলিয়ে দেখতে বলা হয়েছে। উপজেলা প্রশাসন তদন্ত কমিটি করে দিয়েছে। তারা স্টক যাচাই করছে। আমাদের কর্মকর্তাকে সেখানে রাখা হয়নি।’
শেরপুর সদরে বিনা মূল্যে বিতরণের জন্য নির্ধারিত ট্রাকভর্তি মাধ্যমিক পর্যায়ের ৯ হাজার বই জব্দ করা হয়েছে। এ ঘটনায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এক পিয়নকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ওই পিয়নকে আটক করা হয়। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে উপজেলা প্রশাসন।
আটক পিয়নের নাম জামাল হোসেন (৪৬)। তিনি রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পিয়ন পদে কর্মরত। উপজেলার সিজি জামান সরকারি উচ্চবিদ্যালয়ের পরিত্যক্ত দুটি কক্ষ বইয়ের স্টোর রুম হিসেবে ব্যবহার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সেই দুটি কক্ষের দায়িত্বে ছিলেন জামাল হোসেন।
জানা গেছে, বুধবার রাতে শেরপুর সদর উপজেলায় বইভর্তি একটি ট্রাক জব্দ করে পুলিশ; যেখানে সরকারিভাবে বিতরণের জন্য বরাদ্দকৃত মাধ্যমিক পর্যায়ের অষ্টম, নবম ও দশম শ্রেণির ৯ হাজার সরকারি বই পাওয়া গেছে। বইগুলো কুড়িগ্রামের রৌমারী সিজি জামান সরকারি উচ্চবিদ্যালয় চত্বর থেকে নেওয়া হয়েছিল বলে প্রাথমিক তথ্যের বরাতে জানায় শেরপুর থানা-পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, ‘শেরপুর থানায় আটক বইয়ের সূত্র ধরে ওই থানা-পুলিশকে সহযোগিতা করতে জামাল নামের এক পিয়নকে আটক করা হয়েছে। শেরপুর থানা-পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঠিক কোথায় থেকে বইগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্তে বের হয়ে আসবে।’ তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে আর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন ওসি।
সিজি জামান সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বলেন, ‘বইগুলো আমাদের স্কুলের জন্য বরাদ্দের নয়। কারণ আমরা প্রায় সব বই বিতরণ করেছি। তবে স্কুল চত্বরে মাধ্যমিক শিক্ষা অফিসের বইয়ের স্টোর রুম রয়েছে। স্কুলের নৈশপ্রহরী জানিয়েছেন যে স্কুল চত্বরে কোনো ট্রাক প্রবেশ করেনি। এ ছাড়া স্কুল ক্যাম্পাস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি বিষয়টি তদন্ত শুরু করছে।’
এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে উপজেলা প্রশাসন। তবে কমিটিতে মাধ্যমিক শিক্ষা অফিসের কোনো সদস্য রাখা হয়নি বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে রৌমারী ইউএনওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামসুল আলম বলেন, ‘খবর পাওয়ার পর উপজেলা কর্মকর্তাকে বইয়ের স্টক মিলিয়ে দেখতে বলা হয়েছে। উপজেলা প্রশাসন তদন্ত কমিটি করে দিয়েছে। তারা স্টক যাচাই করছে। আমাদের কর্মকর্তাকে সেখানে রাখা হয়নি।’
ঢাকার তুলনামূলকভাবে নতুন পরিকল্পিত আবাসিক এলাকা আফতাবনগরে প্রতিনিয়ত চলছে নতুন ভবনের নির্মাণকাজ। অবকাঠামো নির্মাণ আবাসিক প্রকল্পের অনিবার্য অংশ হলেও সতর্কতার অভাবে বিষয়টি এলাকার বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
২ ঘণ্টা আগেবাবা কাঠমিস্ত্রি। এখন বার্ধক্যের কারণে নিয়মিত রোজগার করতে পারেন না। সংসারের অভাব ঘোচাতে মা অন্যের বাড়িতে কাজ করেন। এমন পরিবারের সন্তান মাজেদুল ইসলাম মিজু এ বছর সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে আর্থিক সংকটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নেওয়া।
২ ঘণ্টা আগেটগবগে যুবক রাকিব মহাজন। দালালদের খপ্পরে পড়ে ২০ বছর বয়সে বাড়ি থেকে বের হন ইউরোপের দেশ ইতালি যাবেন বলে। এ জন্য দালালকে দিতে হয়েছে ২৭ লাখ টাকা। কিন্তু তিন বছরেও পৌঁছাতে পারেননি ইতালি। লিবিয়ায় নিয়ে জিম্মি করা হয় তাঁকে।
২ ঘণ্টা আগে‘বিএসএফকে সাইজ করার জন্য আমিই অ্যানাফ’—এমন কথা বলেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এ সময় সাধারণ মানুষকে নো ম্যানস ল্যান্ড এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে