Ajker Patrika

অনুপ্রবেশের দায়ে আটক বিএসএফ সদস্য, পতাকা বৈঠকে ফেরত পাঠাল বিজিবি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ২১: ০৭
অনুপ্রবেশের দায়ে আটক বিএসএফ সদস্য, পতাকা বৈঠকে ফেরত পাঠাল বিজিবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুপ্রবেশের দায়ে শ্রী সনু কুমার জেটপ নামের এক বিএসএফ সদস্যকে আটক করেছে এলাকাবাসী। এর কয়েক ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি তাঁকে বিএসএফের কাছে হস্তান্তর করে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাটের কামারটারী বিএসসি মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম-২২ বিজিবির অধীনস্থ কেদার বিওপির সুবেদার মো. আফতাব উদ্দিন।

স্থানীয়রা বলছে, বিএসএফের ওই সদস্য ভারতীয় ভূখণ্ডে কোনো কারণে ধাওয়া খেয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। আটকের সময় তাঁর পরনে টি-শার্ট ও হাফ প্যান্ট ছিল।

বিজিবি সূত্র বলছে, ভারতের বিষখাওয়া-৩১ বিএসএফ ব্যাটালিয়নের কনস্টেবল সনু কুমার জেটপ সীমান্তের ১০০৭ পিলার থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাহাটের কামারটারী বিএসসি মোড় এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাঁকে আটক করে। খবর পেয়ে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট ও বাবুরহাট বিওপি ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে সোনাহাট ক্যাম্পে নিয়ে আসে।

পরে বিএসএফকে বিষয়টি অবগত করা হলে তারা আটক বিএসএফ সদস্যকে ফেরত পাঠানোর অনুরোধ জানায়। রাত সোয়া ১২টার দিকে সোনাহাট স্থলবন্দর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ওই বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম-২২ বিজিবি অধীনস্থ কেদার বিওপির সুবেদার মো. আফতাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘রাত সোয়া ১২টার দিকে আটক বিএসএফ সদস্যকে সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারতের সোনাহাট বিএসএফ ক্যাম্পের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

বিস্তারিত জানতে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল মোত্তাকিমের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত