কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে কলা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।
আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল। এর আগে গতকাল শুক্রবার রাতে গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের যুবকের নাম শফিকুল ইসলাম (২৩)। অভিযুক্ত বড় ভাইয়ের নাম দুলু মিয়া (৪৫)। তাঁরা ওই এলাকার মৃত ছামাদ আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাতে নিহত শফিকুলের সঙ্গে তাঁর বড় ভাইয়ের বাড়িতে লাগানো কলা ভাগাভাগি নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে গড়ায়। বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই শফিকুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত দুলু মিয়া পলাতক রয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁর স্ত্রী, মেয়ে ও স্থানীয় এক বাসিন্দাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
নীলফামারীর কিশোরগঞ্জে কলা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।
আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল। এর আগে গতকাল শুক্রবার রাতে গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের যুবকের নাম শফিকুল ইসলাম (২৩)। অভিযুক্ত বড় ভাইয়ের নাম দুলু মিয়া (৪৫)। তাঁরা ওই এলাকার মৃত ছামাদ আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাতে নিহত শফিকুলের সঙ্গে তাঁর বড় ভাইয়ের বাড়িতে লাগানো কলা ভাগাভাগি নিয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে গড়ায়। বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই শফিকুল গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত দুলু মিয়া পলাতক রয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁর স্ত্রী, মেয়ে ও স্থানীয় এক বাসিন্দাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
নিউ এইজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানি করার অভিযোগ উঠেছে। আজ শনিবার তিনি এক ফেসবুক পোস্টে এ অভিযোগ করেছেন।
১৭ মিনিট আগেপিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর একজন মীর মোজাম্মেল হোসেন নাঈম (২৩)। তার এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। শোকের স্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।
১৯ মিনিট আগেসিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার জেলার গোয়াইনঘাটের পান্তুমাই, প্রতাপপুর, সোনারহাট, সংগ্রাম, তামাবিলসহ বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম সমন্বয়ক সোহেল রানার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন আন্দোলনের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ৩টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন, রাজশাহী ব্যানারে এ কর্মসূচি হয়।
১ ঘণ্টা আগে