Ajker Patrika

ডোমারে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
ডোমারে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 

নীলফামারীর ডোমারে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। আজ বুধবার বিকেল চার টার দিকে ডোমার-দেবীগঞ্জ সড়কের সদর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পঞ্চগর জেলার দেবীগঞ্জ উপজেলার খয়েরপুর এলাকার মো. বাকিবুল্লাহর ছেলে মো. জাহাঙ্গীর (৩৬) ও একই উপজেলার ঢাংগীর হাট এলাকার আবু তালেবের ছেলে মো. জাহাঙ্গীর ওরফে ডিপজল।

ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বিকেল চার টার দিকে দেবীগঞ্জ হতে একটি মোটরসাইকেল ও ডোমার হতে একটি ট্রাক আসছিল। ডোমার সদর ইউনিয়ন পরিষদের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জাহাঙ্গীর ওরফে ডিপজলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়িদ চৌধুরী দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ট্রাক চালককে আটক করা সম্ভব না হলেও ট্রাকটি থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত