নীলফামারী ও কিশোরগঞ্জ প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে মাদক কারবারিকে গ্রেপ্তারের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আটক মাদক কারবারি সাইদুল ইসলাম (৪০) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শকসহ দুজন সিপাই।
আহতেরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁরা হলেন নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক আতিকুর রহমান, সিপাই মো. মনিরুজ্জামান ও মো. আসাদুজ্জামান।
স্থানীয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ডাঙ্গাপাড়া গ্রামের মাদক কারবারি সাইদুল ইসলামকে আটক করে হাতে হাতকড়া পড়ায়। এ খবর ছড়িয়ে পড়ায় সাইদুলের দলবল এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকারী দলের ওপর হামলা করে। এ সময় হাতকড়া পরা মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম আতিকুল ইসলামের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। খবর পেয়ে কিশোরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় একই গ্রামের মৃত ইউনুছ পণ্ডিতের ছেলে আলীপ নুর নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম রাতেই বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
ওসি জানান, মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি। তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ঘটনার পর আমরা একজনকে আটক করে থানায় নিয়ে এসেছি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে পলাতক আসামি ও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নীলফামারীর কিশোরগঞ্জে মাদক কারবারিকে গ্রেপ্তারের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আটক মাদক কারবারি সাইদুল ইসলাম (৪০) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শকসহ দুজন সিপাই।
আহতেরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁরা হলেন নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক আতিকুর রহমান, সিপাই মো. মনিরুজ্জামান ও মো. আসাদুজ্জামান।
স্থানীয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ডাঙ্গাপাড়া গ্রামের মাদক কারবারি সাইদুল ইসলামকে আটক করে হাতে হাতকড়া পড়ায়। এ খবর ছড়িয়ে পড়ায় সাইদুলের দলবল এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকারী দলের ওপর হামলা করে। এ সময় হাতকড়া পরা মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম আতিকুল ইসলামের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। খবর পেয়ে কিশোরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় একই গ্রামের মৃত ইউনুছ পণ্ডিতের ছেলে আলীপ নুর নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম রাতেই বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
ওসি জানান, মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি। তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ঘটনার পর আমরা একজনকে আটক করে থানায় নিয়ে এসেছি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে পলাতক আসামি ও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জামালপুরের মাদারগঞ্জে পাগলা কুকুরের কামড়ে চার শিশুসহ ছয়জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চর পাকেরদহ গ্রামে এ ঘটনা ঘটেছে। তাদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
২২ মিনিট আগেএকদল সংঘবদ্ধ ডাকাত স্পিডবোটে এসে মাদারীপুরের কালকিনি উপজেলার রাজারচর এলাকায় কীর্তিনাশা নদীতে নৌযানে ডাকাতির চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া দেয়। তখন ডাকাতদের ছোড়া গুলিতে বাল্কহেডের শ্রমিক পিরোজপুরের ভান্ডারিয়ার মাসুম মিয়া (৩০) ও পিরোজপুরের কালিকাঠীর আলামিন ফকির (১৯) গুলিবিদ্ধ হন...
১ ঘণ্টা আগেখুলনার রূপসায় চাপাতির আঘাতে আরিফ (২৩) নামের এক মাংস ব্যবসায়ী (কসাই) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে উপজেলার সেনের বাজারে এ ঘটনা ঘটে। মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে আরেক কসাইয়ের চাপাতির আঘাতে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেশেখ হাসিনা সরকারের পতনের পর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নানা উন্নয়নকাজ একটি সংঘবদ্ধ চক্র (সিন্ডিকেট) দখল করে নিচ্ছে। পদ না থাকলেও বিএনপি নামধারী কয়েক নেতা করপোরেশনের লাখ লাখ টাকার কাজগুলো করেছে বলে অভিযোগ করেছে। এ নিয়ে গত মঙ্গলবারও দুই পক্ষে হাতাহাতি হয়েছে।
৯ ঘণ্টা আগে