Ajker Patrika

মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তার হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়েছে আসামি

নীলফামারী ও কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৪: ৫৩
মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তার হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়েছে আসামি

নীলফামারীর কিশোরগঞ্জে মাদক কারবারিকে গ্রেপ্তারের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আটক মাদক কারবারি সাইদুল ইসলাম (৪০) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শকসহ দুজন সিপাই। 

আহতেরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাঁরা হলেন নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক আতিকুর রহমান, সিপাই মো. মনিরুজ্জামান ও মো. আসাদুজ্জামান। 

স্থানীয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ডাঙ্গাপাড়া গ্রামের মাদক কারবারি সাইদুল ইসলামকে আটক করে হাতে হাতকড়া পড়ায়। এ খবর ছড়িয়ে পড়ায় সাইদুলের দলবল এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকারী দলের ওপর হামলা করে। এ সময় হাতকড়া পরা মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম আতিকুল ইসলামের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। খবর পেয়ে কিশোরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় একই গ্রামের মৃত ইউনুছ পণ্ডিতের ছেলে আলীপ নুর নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। 

নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম রাতেই বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

ওসি জানান, মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি। তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ঘটনার পর আমরা একজনকে আটক করে থানায় নিয়ে এসেছি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে পলাতক আসামি ও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত