Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে বরই পাড়তে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বরই পাড়তে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

ঠাকুরগাঁও সদরে বরই পাড়তে গিয়ে পুকুরে ডুবে রাজু ইসলাম (১৩) ও কাউসার আলী (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তাঁরা দুজন সম্পর্কে চাচাতো ভাই। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদরের চণ্ডীপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী ও স্বজনেরা জানান, আজ বিকেল বেলা ৪টার দিকে বাড়ির অদূরে পুকুর পাড়ে বরই পাড়তে যায় চণ্ডীপুর গ্রামের মো. রাজ্জাকের ছেলে রাজু ইসলাম। এ সময় বৃষ্টিতে গাছ ভেজা থাকায় পিছলে পুকুরের পানিতে পড়ে যায় সে। এ সময় তাকে পানিতে ডুবতে দেখে একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে কাউসার আলী পুকুরে ঝাঁপ দিলে একপর্যায়ে সেও তলিয়ে যায়। দীর্ঘ সময় ধরে তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানিতে ভাসতে দেখে তাঁদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া। এ সময় চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। 

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রকিবুল আলম জানান, ওই দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। 

গড়েয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রইস উদ্দিন সাজু বলেন, দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় সন্তান হারানো বাবা–মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ফিরোজ ওয়াহিদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মৃত দুই শিশুর লাশ দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব দিলেন ট্রাম্প

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত