Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের পরদিন ভুট্টাখেতে কিশোরের রক্তাক্ত মরদেহ

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে নিখোঁজের পরদিন ভুট্টাখেতে কিশোরের রক্তাক্ত মরদেহ

ঠাকুরগাঁওয়ে ভুট্টাখেত থেকে মুরাদ হোসেন নামের ১৩ বছরের এক কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাকডোব গ্রামের একটি ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত কিশোর মুরাদ হোসেন ওই ইউনিয়নের গিলাবাড়ি এলাকার দারুল ইসলামের ছেলে। সে মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কায়দা বিভাগ শিক্ষার্থী ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো গতকাল বুধবার বিকেল ৫টার দিকে মাদ্রাসার মসজিদে আসরের নামাজ আদায় করে মুরাদ। মসজিদ থেকে বের হওয়ার তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজন ও মাদ্রাসা কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি। আজ দুপুরে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ভুট্টা খেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মুরাদের লাশ উদ্ধার করে। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, কিশোরের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত