Ajker Patrika

বিরামপুরে জামায়াতের মিছিল, গ্রেপ্তার ৫ 

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৪: ২৬
বিরামপুরে জামায়াতের মিছিল, গ্রেপ্তার ৫ 

দিনাজপুরের বিরামপুরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে জামায়াতের নেতা-কর্মীরা শহরের প্রধান সড়কে ঝটিকা মিছিল করে এবং পৌর শহরের নতুন বাজার পৌর ভূমি অফিসের সামনে অবস্থান নিয়ে সমাবেশের প্রস্তুতি নেন। পরে পুলিশ সেখানে গেলে ছত্রভঙ্গ হয়ে যান তাঁরা।

এ সময় পুলিশ ধাওয়া করে পাঁচজনকে গ্রেপ্তার করে। আজ রোববার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন জেলার বিরামপুর উপজেলার উত্তর দাউদপুর গ্রামের দেলোয়ার হোসেন (৫৫), পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর এলাকার মাসুদ আলী (৫২) এবং একই উপজেলার হাজরাপুর এলাকার মোস্তাফিজুর রহমান (৬২), পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার পুলবান্দা গ্রামের মমিন মিঞা (৪৮), একই গ্রামের বুলবুল (৫৫)। তাঁরা সবাই জামায়াতের নেতা-কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নতুন বাজার পৌর ভূমি অফিসের সামনে সড়কে আকস্মিক জড়ো হন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। একপর্যায়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিতে শুরু করেন তাঁরা। পরে পুলিশ সেখানে এলে ছত্রভঙ্গ হয়ে যান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এরপর আর তাঁদের দেখা যায়নি। 

জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিরামপুরে সংঘটিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে পুলিশ সেখানে গেলে ছত্রভঙ্গ হয়ে যান তারা। সে সময় ধাওয়া করে পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় অন্যরা পালিয়ে যান।

ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল রাতে তাঁদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ রোববার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত